জুমবাংলা ডেস্ক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের দাবি, বাজারে চালের কোনো কমতি নেই। বাড়তি দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা পর্যায়ে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রাজধানীর কয়েকটি জায়গায় টিসিবির বিক্রয়কেন্দ্র পরিদর্শন ও পণ্য বিতরণ শেষে এ তথ্য জানান তিনি।
এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, ট্রাক ভাড়া বৃদ্ধির কারণে কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। এ দাম সহনীয় করতে দুরত্ব ভেদে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেয়া হবে। আলুর বাড়তি দামের জন্য হুট করে ট্রাকের ভাড়া বেড়ে যাওয়াকে দায়ী করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, ভোজ্যতেল ও চিনির দাম ঠিক করে দিয়েছে সরকার। এরপরও কারও বিরুদ্ধে বেশি দাম নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। কম আয়ের মানুষদের সহায়তায় শুক্র ও শনিবার টিসিবির বিক্রয়কেন্দ্র খোলা থাকবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।