বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো বর্তমানে তাদের ব্র্যান্ডের প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি বাজারে লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। এই ট্যাবটি ভিভো প্যাড নামে শীঘ্রই তাদের দেশীয় মার্কেট চীনে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে৷ তবে লঞ্চের আগে সংস্থার তরফে ইতিমধ্যেই আসন্ন ট্যাবলেটের একাধিক টিজার সামনে আসতে শুরু করেছে।
এমনকি গতকাল (২৫ মার্চ) ভিভো আসন্ন ডিভাইসের সম্পূর্ন ডিজাইনটি প্রকাশ করেছে। আর এবার এক পরিচিত টিপস্টার ভিভো প্যাড- এর প্রধান স্পেসিফিকেশনগুলি অনলাইনে প্রকাশ করেছেন। এই স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে, অনুমান করা হচ্ছে আসন্ন ভিভো প্যাড একটি ফ্ল্যাগশিপ ট্যাবলেট হিসেবেই বাজারে পা রাখবে।
পারফরম্যান্সের জন্য, ভিভো প্যাডে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হতে পারে। এই চিপসেটটি একটি ৭ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রক্রিয়ার ওপর নির্মিত এবং এটির সাথে অ্যাড্রেনো ৬৫০ জিপিইউ যুক্ত থাকবে। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অরিজিনওএস ইউজার ইন্টারফেসে রান করবে।
ভিভো ইতিমধ্যেই আসন্ন ভিভো প্যাড ট্যাবলেটের ডিজাইনটি প্রকাশ করেছে। টিজার অনুযায়ী, এতে একটি ফ্ল্যাট এজ ডিজাইন দেখা যাবে, যার ব্যাক প্যানেলটি হবে মেটাল দ্বারা তৈরি। এই ডিভাইসটিতে ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে, যা ব্যাক প্যানেলের ওপরের বাম কোণে থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো প্যাড ৮,০৪০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। পূর্বে প্রকাশিত টিজারগুলি এই ট্যাবে একটি কোয়াড স্টেরিও স্পিকার সেটআপ থাকবে বলে নিশ্চিত করেছে। ট্যাবলেটের নীচের প্রান্তে টাইপ-সি চার্জিং পোর্ট দেখতে পাওয়া যাবে। আবার, ডান প্রান্তে পাওয়ার বাটন এবং ভলিউম রকারটি উপস্থিত থাকবে। কোয়াড-স্পিকারগুলি ডিভাইসের ওপরের এবং নীচের প্রান্ত বরাবর স্থাপন করা হবে।
এছাড়া, আসন্ন ভিভো ট্যাবলেটে ভিভো পেন্সিল ও সাপোর্ট করবে। ব্র্যান্ডটি ভিভো প্যাড-এর জন্য একটি সামঞ্জস্যপূর্ণ কীবোর্ড ফোলিও কেসও বাজারে আনবে, যেটিকে ম্যাগনেটিক পোগো পিন ব্যবহার করে ট্যাবলেটের সাথে সংযুক্ত করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।