দেশের বাজারে ভিভো এক্স৮০ স্মার্টফোন উন্মোচন

vivo-x80-2

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হাই-এন্ড সেগমেন্টে দেশের বাজারে এক্সট্রিম সিরিজের নতুন স্মার্টফোন এক্স৮০ ৫জি উন্মোচন করেছে ভিভো। গত শুক্রবার থেকে স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে। ৭ জুন থেকে ভিভোর সব আউটলেটে স্মার্টফোনটি পাওয়া যাবে।

vivo-x80-2

ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ভিভো এক্স৮০ ৫জি স্মার্টফোন হলো আমাদের বহুদিনের গবেষণার শ্রেষ্ঠ উদ্ভাবন। বাংলাদেশে স্মার্টফোনটির ব্যবহারকারীরা যেন সিনেমাটোগ্রাফির আন্তর্জাতিক মান বজায় রেখে দৃশ্য ধারণ করতে পারেন সেজন্য বিশ্বখ্যাত ক্যামেরা লেন্স প্রস্তুতকারক জেইসের সঙ্গে সম্মিলিতভাবে স্মার্টফোন তৈরি করা হয়েছে।

ভিভো এক্স৮০ ৫জি স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৬.৭৮ ইঞ্চির ২৪০০–১৮০০ রেজল্যুশনের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ১২ দেয়া হয়েছে।

ভিভো এক্স৮০ ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি হিসেবে ৫০ মেগাপিক্সেলের সঙ্গে ১২ মেগাপিক্সেলের আরো দুটি ক্যামেরা দেয়া হয়েছে। তিনটি ক্যামেরা ও জেইসের সিনেমাটিক ভিডিও বোকেহ ফিচার দিয়ে হাই রেশিওর সিনেমাও তৈরি করা যাবে। স্মার্টফোনটির পেছনের ক্যামেরায় জেইসের টি কোটিং ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে প্রচণ্ড আলোয় বা রাতের আঁধারে ক্যামেরা লেন্স পর্যাপ্ত আলোর ভারসাম্য বজায় রাখতে পারবে। ভিডিওতে মোশন ব্লার কমাতে ক্যামেরায় পোর্ট্রেট ট্র্যাকিং প্রযুক্তি রয়েছে। উন্নত মানের ফটোগ্রাফি-সিনেমাটোগ্রাফি অভিজ্ঞতার জন্য প্রথমবারের মতো ডিভাইসটিতে ভি১+চিপ যুক্ত করা হয়েছে।

ডাইমেনসিটি ৯০০০ প্রসেসরের সঙ্গে স্মার্টফোনটিতে উন্নত কুলিং প্রযুক্তিও রয়েছে। ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে সাপোর্ট দিতে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ফলে মাত্র ৩৫ মিনিটেই ডিভাইসটি শতভাগ চার্জ দেয়া যাবে।

কানাডায় ইতিহাস গড়লেন বাংলাদেশি ডলি বেগম

কানেক্টিভিটির দিক থেকে এক্স৮০-তে ওয়াই-ফাই ৫ ও ৬, ওয়াফাই ডিসপ্লে, ব্লুটুথ ভার্সন ৫.২, ইউএসবি টাইপ সি, জিপিএস, ওটিজি, এনএফসি রয়েছে। ডিভাইসে এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি, ই-কম্পাস, ফিঙ্গারপ্রিন্ট, জায়রোস্কাপ, কালার টেম্পারেচার, মোটর, লেজার ফোকাসিং সেন্সর ও ইনফ্রারেড ব্লাস্টার রয়েছে। আরবান ব্লু ও কসমিক ব্ল্যাক রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর মূল্য ৭৬ হাজার ৯৯০ টাকা।