বাজারের মধ্যেই উদ্দাম ড্যান্স দিলো আরেক রানু মন্ডল, তুমুল ভাইরাল ভিডিও

রানু মন্ডল

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিনিয়ত কোন না কোন ভিডিও কিংবা ছবি ভাইরাল হতেই থাকে। খারাপ কিংবা ভালোর উপর নির্ভর করে নয়, নেটজনতার দৃষ্টি আকর্ষণের ওপর নির্ভর করেই কোন ছবি কিংবা ভিডিও ভাইরাল হয়।

রানু মন্ডল

সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যেখানে এক মহিলাকে বাজারের মধ্যেই গান গেয়ে নাচতে দেখা গিয়েছে। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তার সাথে রানাঘাটের রানু মন্ডলের তুলনা টেনেছেন অনেকেই। সকলের জন্য রইল সেই ভিডিও।

সম্প্রতি ইনস্টাগ্রামের ‘কাশ্যপ মিমার’ নামের অফিসিয়াল পেজ থেকে একটি ট্রোল ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে, যা দেখে হাসি থামছে না নেটমহলের অধিকাংশের। ভিডিওতে ঐ মহিলাকে গোবিন্দা অভিনীত একটি জনপ্রিয় ছবির ‘আঙ্গনা মে বাবা’ গানটি গাইতে গাইতেই ভরা বাজারের মধ্যে কোমর দুলিয়ে নাচতে দেখা দিয়েছে। এই ভিডিওতে ঐ মহিলার কাণ্ডকারখানা দেখে খুব স্বাভাবিকভাবেই হাসছে নেটমহল। তুলনা করছে রানাঘাটের রানু মন্ডলের সাথেও। তাদের কথায়, রানু মন্ডলও এমন ভাবেই স্টেশনে বসে গান গাইতেন, আর ভিক্ষা করতেন।

ফুলশয্যার রাতে কাজলের সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন নিরহুয়া

নেটদুনিয়ায় সম্প্রতি এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ট্রোল করছেন অধিকাংশ নেটমহল। নেটিজেনদের মাঝে এই ভিডিও যে তুমুল ভাইরাল হয়েছে, তা এই ভিডিওর ভিউজ দেখলেই স্পষ্ট হবে। এই ভিডিও শেয়ার করে লিখে দেওয়া হয়েছে, বন্ধুর জন্য বান্ধবী পেয়ে গেছি। এমন নানা ধরনের মজার মন্তব্যের দেখা মিলবে কমেন্টবক্সে। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই মহিলার গান গাওয়ার ভিডিওটি নেটিজেনদের মাঝে তুমুল চর্চায় রয়েছে।