বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজাজের নতুন মডেল ট্রাম্প নিয়ে তরুণদের মধ্যে আগ্রহের কমতি নেই। বহুদিন ধরেই ক্রেতারা এই বাইকটির জন্য অধীর অপেক্ষায় ছিলেন। ক্রেতাদের সেই ধৈর্যের বাঁধ ভেঙে অবশেষে দুইটি দারুণ মোটরবাইক লঞ্চ করল বাজাজ। ৪০০ সিসির এই বাইকগুলো সম্প্রতি উন্মোচন করেছে ভারতের বাজাজ এবং ব্রিটেনের ট্রাম্প মোটরসাইকেল।
এই মোটরসাইকেলগুলো হলো ট্রাম্প স্পিড ৪০০ এবং স্ক্র্যামলার ৪০০ এক্স। সবচেয়ে বড় খবর হল, বাইকগুলো ভারতেই তৈরি করা হবে। তাই দামে বিশেষ চমক থাকতে পারে। ট্রাম্প মোটরসাইকেলের আইকনিক ছোঁয়া রয়েছে দুই বাইকেই।
bajajট্রাম্প মোটরসাইকেলের মালিক কি বাজাজ অটো?
এই খবর শুনে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, উত্তর হল হ্যাঁ। ভারতে জনপ্রিয় সংস্থা ট্রাম্প মোটরসাইকেলের যাবতীয় ব্যবসা সামলানোর দায়িত্ব নিয়েছে বাজাজ অটো। ভারতে ট্রাম্পের যে ১৫টি শোরুম রয়েছে তা এবার থেকে সামলাবে বাজাজ। আগামীদিনে দেশে আরও নতুন শোরুম গড়ে তোলা হবে।
বাজাজ ট্র্রাম্প স্পিড ৪০০
দুরন্ত রোডস্টার ইঞ্জিন থাকবে এই বাইকে, সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্স, ইঞ্জিন ক্যাপাসিটি ৩৯৮ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার। যা সর্বোচ্চ ৪০ হর্সপাওয়ার এবং ৩৭.৫ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। এই মোটরসাইকেলে রয়েছে ডুয়াল পেইন্ট স্কিম, থাকবে ট্রাম্পের ডিজাইন করা বিশেষ গ্রাফিক্স। রংয়ের ক্ষেত্রে ক্যাস্পিয়ান ব্লু এবং ফ্যান্টম ব্ল্যাক এই দুই বিকল্প মিলবে।
এই বাইকের সিটের উচ্চতা রয়েছে ৭৯০ মিলিমিটার, সাসপেনশন হিসেবে মিলবে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনো শক। দুই চাকাতেই ডিস্ক ব্রেকের সঙ্গে মিলবে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এছাড়া টর্ক অ্যাসিস্ট ক্লাচ, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ইউএসবি চার্জিং সকেট, ডিজিটাল স্ক্রিন এবং এলইডি লাইটিং ইত্যাদি ফিচার্স পাওয়া যাবে।
বাজাজ ট্রাম্প স্ক্র্যামলার ৪০০ এক্স
এতেও মিলবে ৩৯৮ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৩৯.৪ ব্রেক হর্সপাওয়ার এবং ৩৭.৫ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ারবক্স।
স্পিড ৪০০ মডেল থেকে ৯ কেজি ভারী এই বাইক। স্ক্র্র্যামবলার ৪০০ এক্স মডেলের ওজন ১৭৯ কেজি এবং স্পিড ৪০০ এর ওজন ১৭০ কেজি।
এই মোটরবাইকেও প্রায় একই সাসপেনশন এবং ব্রেকিং বৈশিষ্ট্য রয়েছে। থাকবে এলইডি লাইটিং, সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, এলসিডি স্ক্রিন এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। উভয় দুই বাইকেই অফ-রোডিং করা যাবে বলে জানিয়েছে বাজাজ।
ট্যাংকের মধ্যে ঝিনুক থেকে মুক্তা চাষ করে আয় মাসে তিন লক্ষ টাকা
ভারতে ২৭ জুন বাইক দুইটি উন্মোচন করেছে বাজাজ। তবে দাম ঘোষণা করা হবে ৫ জুলাই। যেহেতু ভারতেই এই বাইক তৈরি করা হবে দাম সাধ্যের মধ্যে রাখতে পারে বাজাজ ও ট্রাম্প। দাবি করা হচ্ছে, ৩ লাখ রুপি এক্স-শোরুম মূল্যের কাছাকাছি রাখা হতে পারে দাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।