বাজার কাঁপাতে দুর্দান্ত ফিচারের ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল হপ

HOP-OXO

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে নতুন ইলেকট্রিক বাইক HOP OXO লঞ্চ হল আজ। হায়াদরাবাদের হাই-টেক এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ইলেকট্রিক মোটর শো-এ এই মোটরসাইকেল উন্মোচক করল টু হুইলার সংস্থা। আকর্ষণীয় ডিজাইন এবং দমদার ব্যাটারি প্যাকের সঙ্গে উপলব্ধ এই ইলেকট্রিক বাইক। এটির বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1.60 লাখ টাকা (এক্স-শোরুম) এবং টপ ভেরিয়েন্টের দাম 1.80 লাখ টাকা (এক্স-শোরুম)।

HOP OXO

পেট্রল-ডিজেল চালিত বাইক-কে টেক্কা দিতে গুচ্ছের ফিচার্স নিয়ে হাজির হয়েছে এই ইলেকট্রিক বাইক। সংস্থার দাবি, এই বাইক এই সেগমেন্টে গেম চেঞ্জার হতে চলেছে। নিত্য যাতায়াতের জন্য এই বাইকটিকে কমিউটার মোটরসাইকেলের মতো ডিজাইন করা হয়েছে। যাতে যেকোনও সময় নির্বিঘ্নে এই বাইক সওয়ারি করা যায়।

এতে মিলবে ফ্ল্যাশ হেডলাইট, সিঙ্গেল সিট এবং উভয় চাকায় ডিস্ক ব্রেক। বাইকের নিচের অংশে মোটর সেকশনটি একটি প্লাস্টিকের কাউল দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখানে মজুত রয়েছে BLDC হাব মোটর এবং 3.75 kwh এর লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক। যা 0-80 শতাংশ চার্জ হতে সময় খরচ করে 4 ঘন্টা। চার্জ করার জন্য এই বাইকের সাথে 850W স্মার্ট চার্জার পাওয়া যাবে। যুক্ত রয়েছে 5.2 kw শক্তি এবং 185 nm থেকে 200 nm টর্ক উত্পন্ন করে।

এছাড়াও এই বাইক মিলবে ইকো, পাওয়ার, স্পোর্ট এবং রিভার্স মোড, বাইকটি এক চার্জে 150 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। সর্বোচ্চ গতি 90 থেকে 95 kmph।

যেহেতু কমিউটার মোটরসাইকেল হিসাবে লঞ্চ করা হয়েছে তাই আরাম ও নিরাপত্তার জন্যও এতে রয়েছে পর্যাপ্ত বৈশিষ্ট্য। মিলবে টেলিস্কোপিক ফর্ক ফ্রন্ট সাসপেনশন, হাইড্রোলিক স্প্রিং লোডেড শক অ্যাবজর্বার রিয়ার সাসপেনশন, কম্বি-ব্রেক সিস্টেমের সঙ্গে ডিস্ক ব্রেক এবং রিজেনারেটিভ ব্রেকিং। 250 kg পর্যন্ত লোডিং নেওয়ার ক্ষমতা রয়েছে বাইকে। এছাড়া রয়েছে 5 ইঞ্চি LCD ডিসপ্লে IP67 রেটিং সহ, পাওয়া যাবে 4G LTE, GPS, এবং Bluetooth কানেক্টভিটি।

এতো বছর পর অজানা কাহিনী জানালেন সৌরভ

বাজারে এই ইলেকট্রিক বাইক 5টি রঙে বিক্রি শুরু করেছে HOP, যেগুলি হল – টোয়ালাইট গ্রে, ক্যান্ডি রেড, ইলেকট্রিক ইয়েলো, ম্যাগনেটিক ব্লু, এবং ট্রু ব্ল্যাক। পাশাপশি হায়াদরাবাদে অনুষ্ঠিত চমৎকার ই-মোবিলিটি শো-র জন্য তেলেঙ্গানা সরকারকে ধন্যবাদ জানান HOP ইলেকট্রিকের সহ-প্রতিষ্ঠাতা নিখিল ভাটিয়া। হায়াদরাবাদের অবস্থিত HOP -এর 10টি এক্সপিরিয়েন্স সেন্টার থেকে এই স্কুটার পারচেজ করা যাবে।