বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাটারি ছাড়া স্মার্টফোন নিয়ে আসছে শাওমি। ২০২৫ সালে আসছে এই চমক। এই ফোন হয়তো স্মার্টফোনের সাধারণ ধারণাকে পুরোপুরি বদলে দেবে। বর্তমানে স্মার্টফোনগুলোতে পাওয়ার ও ভলিউমের মতো কিছু বাটন থাকে, কিন্তু শাওমির নতুন ফোনে কোনো বাটন থাকবে না।
প্রায় দেড় বছর ধরে ‘ওয়াংশু’ নামে একটি বাটনবিহীন ফোন নিয়ে কাজ করছিল শাওমি, কিন্তু সেটি বাজারে আসেনি। এখন তারা নতুন আরেকটি ফোন তৈরি করছে, যার কোড নাম ‘ঝুবে’। এই ফোনটি শাওমির মিক্স সিরিজের অংশ হতে পারে এবং আগের মডেলের তুলনায় আরো উন্নত প্রযুক্তি নিয়ে আসবে।
চোখের নড়াচড়া ও হাতের ইশারা ব্যবহার করে ফোন নিয়ন্ত্রণ করা যাবে।
এ ছাড়া এতে থাকবে আন্ডার স্ক্রিন ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট, ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং ২কে ১২০ হার্টজ ডিসপ্লে।
যদিও শাওমি আনুষ্ঠানিকভাবে বাটনবিহীন ফোনের খবর নিশ্চিত করেনি, কিছু তথ্য থেকে ইঙ্গিত পাওয়া গেছে, তারা এই ধরনের ফোন নিয়ে কাজ করছে। তবে আগেও তারা এমন ফোন তৈরি করলেও বাজারে আনতে পারেনি। তাই এবারও ফোনটি বাজারে আসবে কি না, তা নিশ্চিত নয়।
নির্লজ্জের চূড়ান্ত সীমা পৌছাল এই ওয়েব সিরিজ, ভরপুর রোমান্সের দৃশ্য একা দেখুন
অন্যান্য কম্পানিও একই রকম প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে, যেখানে চোখের নড়াচড়া বা হাতের ইশারার মাধ্যমে ফোন পরিচালনা করা যাবে। এসব প্রযুক্তি স্মার্টফোন ব্যবহারের ধরনে বড় পরিবর্তন আনতে পারে।
সূত্র : গিজা চায়না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।