বাজার কাঁপাতে পানির দামে পাচ্ছেন সৌরশক্তি চালিত টাটা ন্যানো

টাটা ন্যানো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের প্রতিদিন নতুন নতুন প্রতিভাবান মানুষের খোঁজ মেলে। আমরা যখনই সোশ্যাল মিডিয়াতে যাই আমরা এমন কিছু আবিষ্কার দেখতে পাই যে আমাদের একেবারে অবাক করে দেয়। আজ এমনই একটি আবিষ্কার আমরা দেখতে চলেছি যা আপনাকে একেবারে চমকে দেবে।

টাটা ন্যানো kapatre

এই ঘটনাটি ঘটেছে খোদ পশ্চিমবঙ্গে। বাংলার একজন ব্যক্তি যিনি আগে একটি টাটা ন্যানো গাড়ির মালিক ছিলেন তিনি নিজের গাড়িকে সোলার গাড়িতে পরিণত করে ফেলেছেন। তার এই প্রতিভা আজ সোশ্যাল মিডিয়ায় হয়েছে একেবারে ভাইরাল। চলুন জেনে নেওয়া যাক কিভাবে তিনি পেট্রোল চালিত টাটা ন্যানো গাড়িটিকে সৌরশক্তি চালিত টাটা ন্যানোতে রূপান্তর করেছেন।

পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ব্যবসায়ী মনোজিত মন্ডল পেট্রোলের দামের কারণে বিরক্ত হয়ে গিয়ে নিজের গাড়িটিকে সোলার গাড়িতে রুপান্তর করে ফেলেছেন। গাড়ি থেকে ছাদ সরিয়ে তিনি সেখানে একটি সোলার প্যানেল বসিয়েছেন এবং সেই সোলার প্যানেলের মাধ্যমে শক্তি ব্যবহার করে তিনি গাড়ি চালাচ্ছেন এখন। এই সোলার কার শুধুমাত্র প্যানেলের মাধ্যমেই চার্জ হয় এবং ১০০ কিলোমিটার চলতে মাত্র ৩০ টাকা খরচ হয়।

আজ যখন অনেক কোম্পানি সোলার গাড়ি তৈরি করার কথা ভাবছে তখন টাটা ন্যানোকে সোলার গাড়িতে রূপান্তর করে এই ব্যক্তি অবাক করে দিয়েছেন সকলকে। আপনাদের জানিয়ে রাখি যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ইতিমধ্যেই সোলার গাড়ি চালু করা হয়েছে। কিন্তু কোম্পানি এখানে সোলার গাড়ি চালু করার আগেই মনোজিৎ বাবু তার বুদ্ধির মাধ্যমে টাটা ন্যানোকে একেবারে পরিবর্তন করে ফেলেছেন।

কঙ্গনাকে পেলে থাপড়াতে চান এই পাকিস্তানি অভিনেত্রী

তাকে এই গাড়ির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এর টপ স্পিড এখনো পরিবর্তিত হয়নি কারণ এর ইঞ্জিন চেঞ্জ করেননি তিনি। তবে প্রতিমুহূর্তে এই গাড়িটি পরীক্ষা করা হচ্ছে। যদি কোন ভাবে এর চার্জ হতে সময় বেশি লাগে বা এর ব্যাটারি এবং এর ইঞ্জিন খারাপ হয়ে যায় তখন নতুন ভাবনাও তিনি গ্রহণ করবেন বলে জানিয়েছেন। বর্তমানে এই ধরনের উদ্ভাবন বেশ প্রশংসনীয় এবং ভারতে মনোজিৎ বাবুর মতো কয়েকজন লোকেরও প্রয়োজন।