জুমবাংলা ডেস্ক : টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ইলিশ ধরা শুরু হয়েছে। জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এদিকে রাজধানীর বাজারগুলো ভরে উঠেছে সাগরের ইলিশে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইলিশের প্রায় ৮০ ভাগই নোনা পানির।
আর বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ট্রলার দিয়ে মাছ ধরায় সাগরের মাছ বেশি ধরা পড়ছে। এতে মিঠা ও নোনা পানির ইলিশের অস্তিত্ব নিয়ে চিন্তিত তারা।
রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, বর্তমানে বাজার দখল করে আছে নোনা পানির ইলিশ। প্রতিদিন টনকে টন নোনা পানির ইলিশ ধরা পড়ছে। সেই তুলনায় নেই মিঠা পানির ইলিশের সরবরাহ।
সোয়ারীঘাটের ব্যবসায়ীর জানান, সাগরের ইলিশে ছেয়ে গেছে রাজধানীর মাছের বাজার। প্রতি বছর নোনা পানির ইলিশের আমদানি বাড়লেও কমে গেছে মিঠা পানির ইলিশ।
কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ীরা বলেন, পানি কম থাকায় সাগর থেকে নদীতে ইলিশ আসছেনা। বৃষ্টি না হলে মিঠা পানির মাছ বাড়বেনা।
ইলিশ বিশেষজ্ঞ অধ্যাপক নিয়ামুল নাসের বলেন, অপরিকল্পিতভাবে সাগরে ইলিশ ধরার ট্রলার বেড়েছে। নদীতে আসার আগেই সাগরে অতিরিক্ত মাছ আহরণ করা হচ্ছে। এতে সাগরে থাকা ইলিশের মজুদেরও ক্ষতি হচ্ছে।
তিনি বলেন, মিঠা পানির মাছ কমে যাওয়ার আরেকটি কারণ নদীর নাব্য হারানো। ১০ বছর আগেও যে নদীগুলো ইলিশের চলাচলের পথ ছিলো সেগুলো শুকিয়ে গেছে। এছাড়া শিল্পায়নের সঙ্গে বাড়ছে নদী দূষণ।
তবে ইলিশ মাছের বংশ বৃদ্ধি ও উৎপাদন ধরে রাখতে সাগর ও নদী সবখানেই আরও বেশি গবেষণা দরকার বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ।
বিদেশ থেকে পিএইচডি করে পেঁপে চাষে তাক লাগালেন ঝিনাইদহের ড. নজরুল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।