২০২৪ সালের ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্য বিকৃত করার অভিযোগে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আদালতের নথি অনুযায়ী, বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন ট্রাম্প। তিনি তার দুটি দাবির প্রতিটির জন্য পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
ট্রাম্পের আইনি দলের অভিযোগ, বিবিসি ইচ্ছাকৃতভাবে ‘বিদ্বেষপূর্ণভাবে ও প্রতারণামূলকভাবে’ তার বক্তব্য সম্পাদনা করে তাকে হেয় করেছে।
বিবিসি এখনো এই মামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে গত মাসে ট্রাম্প বলেছিলেন যে তিনি তথ্যচিত্রটির জন্য বিবিসির বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। ওই তথ্যচিত্রটি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাজ্যে সম্প্রচার করা হয়েছিল।
ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি মনে করি এটা করা উচিত। তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া কথা পরিবর্তন করে দিয়েছে।’
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার আগে ২০২১ সালের ৬ জানুয়ারি দেওয়া বক্তৃতায় ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে বলেছিলেন, ‘আমরা ক্যাপিটল হিলের দিকে যাবো এবং আমরা আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ যোগাবো।’
এই বক্তব্যেই এর প্রায় ৫০ মিনিট পর তার বক্তৃতায় তিনি বলেন, ‘এবং আমরা লড়ব। আমরা প্রাণপণ লড়াই করবো।’
কিন্তু প্যানোরমা তথ্যচিত্রের একটি ক্লিপে তাকে বলতে দেখা যাচ্ছে, ‘আমরা ক্যাপিটল হিলের দিকে যাবো…এবং আমি সেখানে আপনাদের সাথে থাকবো। এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণে লড়াই করবো।’
একাত্তরের স্বাধীনতাবিরোধীরা এখনো ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল
যদিও বিবিসি নভেম্বর মাসে এই ভুল সম্পাদনার জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল। তবে তারা কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



