আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যক্তিগতকৃত সংবাদ পরিবেশনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সংস্থাটি একটি নতুন এআই ও প্রযুক্তি বিভাগ চালু করতে যাচ্ছে। বিবিসি নিউজের প্রধান ডেবোরা টার্নেস জানিয়েছেন, পরিবর্তিত ডিজিটাল পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে এবং তরুণ প্রজন্মের জন্য আরও সহজ ও আকর্ষণীয় সংবাদ সরবরাহ করতেই এই উদ্যোগ।
ডিজিটাল পরিবর্তনে বিবিসির নতুন পরিকল্পনা
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিবিসির অভ্যন্তরীণ নোটে টার্নেস উল্লেখ করেছেন যে, সংবাদপাঠে তরুণদের ঝোঁক এখন টেলিভিশন ও রেডিও থেকে সোশ্যাল মিডিয়ার দিকে। ফলে টিকটক ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মতো এআই ব্যবহার করে সংবাদ সাজানোর উদ্যোগ নিচ্ছে বিবিসি।
কীভাবে কাজ করবে এআই?
এআই প্রযুক্তির মাধ্যমে বিবিসি ব্যবহারকারীর পছন্দের ভিত্তিতে সংবাদ সাজাবে। অর্থাৎ, কেউ যদি বিশেষ ধরনের সংবাদ বেশি পড়ে, তবে তার জন্য একই ধরনের বিষয়বস্তু বেশি প্রদর্শিত হবে।
টার্নেস বলেছেন, “আমাদের শ্রোতাদের চাহিদা বোঝার ওপর গুরুত্ব দিতে হবে। সংবাদ পরিবেশন করতে হবে এমনভাবে, যাতে তারা সহজেই তথ্য পেতে পারে এবং এটি তাদের পছন্দের মাধ্যমেই উপস্থাপিত হয়।”
চ্যালেঞ্জ ও সমালোচনা
এআই ব্যবহারের বিষয়ে সংবাদমাধ্যমগুলো এখনও কিছুটা দ্বিধান্বিত। বিবিসি তাদের গবেষণায় দেখিয়েছে, শীর্ষস্থানীয় এআই সহকারীরা (যেমন চ্যাটবট ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট) সংবাদ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রায়ই তথ্য বিকৃত করে বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করে।
তবে বিবিসি প্রতিশ্রুতি দিয়েছে, তাদের এআই প্রযুক্তি জনসেবার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং নিরপেক্ষতা, তথ্যের সঠিকতা ও গোপনীয়তা বজায় রাখবে।
নতুন বিভাগ ও ভবিষ্যৎ পরিকল্পনা
এআই বিভাগের পাশাপাশি ‘বিবিসি লাইভ অ্যান্ড ডেইলি নিউজ’ নামে আরও একটি বিভাগ চালু করা হবে। নতুন কাঠামোর ফলে ট্র্যাডিশনাল নিউজরুম সাইলোস-এর (পুরনো সংবাদ কাঠামো) অবসান ঘটবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশন আরও গতিশীল হবে।
প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই
বিবিসি বর্তমানে কঠিন প্রতিযোগিতার মধ্যে রয়েছে। দীর্ঘমেয়াদী টেলিভিশন ও রেডিও সম্প্রচারের জনপ্রিয়তা কমতে থাকায় প্রতিষ্ঠানটি এখন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে ইতিমধ্যেই বিবিসি নিউজ অ্যাপ অ্যাপল নিউজকে পেছনে ফেলে যুক্তরাজ্যের সেরা সংবাদ অ্যাপ হিসেবে স্থান পেয়েছে, যদিও অ্যাপল নিউজ প্রতিটি আইফোনে আগেই ইনস্টল করা থাকে।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।