বিসিবির অধিনায়কদের বৈঠকে আমন্ত্রণ পেলেন না মাশরাফি ও দুর্জয়

Mash

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ দল এখন দেশের বাইরে। এর মাঝে আজ ১৭ ফেব্রুয়ারি (সোমবার) মিরপুরে বিসিবি ভবনে জাতীয় দলের সাবেক অধিনায়কদের নিয়ে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

Mash

ঘরোয়া ক্রিকেট ও বিপিএলের মান উন্নয়নের জন্যই মূলত বৈঠক ডাকা হয়েছিল। তবে সাবেক অনেক অধিনায়ক এ বৈঠকে উপস্থিত থাকলেও দেশের সব সাবেক অধিনায়ক উপস্থিত ছিলেন না। বৈঠকে লিটন দাস, মুমিনুল হক থাকলেও আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবং সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে। তিনজনই গত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন।

প্রসঙ্গত,মাশরাফি ও দুর্জয় দেশে থাকলেও সাকিব আল হাসান আছেন দেশের বাইরে। আমন্ত্রণ পাওয়ার পরও দেশের বাইরে থাকার কারণে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এই সভায় ছিলেন না।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন সাবেক দুই অধিনায়ক শাহরিয়ার নাফিস ও রাজিন সালেহ।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাফিস বলেন,‘বিপিএল বা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে কথা হয়েছে। বোর্ড সভাপতি অধিনায়কদের সাথে বিপিএল বা এসব টুর্নামেন্ট কীভাবে আরও উন্নতি করা যায়, আকর্ষণীয় করা যায় সেটা নিয়ে কথা বলেছেন। অধিনায়করাও এই ব্যাপারে সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। আলোচনা ফলপ্রসু ছিল।’

রাজিন সালেহও বলেছেন একই কথা। তিনি বলেন, ‘আমাদের কথা ছিল বিপিএল কীভাবে আরও ডেভেলপ করা যায়, সূচিটা কীভাবে আপডেট করা যায়। বিপিএলে আগামীতে যেন আরও ভালো ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো বিদেশি ক্রিকেটাররা আসবে, কখন তাদের পাব, ওসব নিয়ে কথা বলা হয়েছে।’

Vivo Y29: স্টাইলিশ ডিজাইন নিয়ে শিগ্রই বাজারে আসছে!

সাকিব,মাশরাফি না থাকলেও বৈঠকে উপস্থিত ছিলেন হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিস, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, রাজিন সালেহ, আকরাম খান, মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক ও লিটন দাস।