স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে জঘন্য পারফর্মেন্সের কারণে ব্যাপক সমালোচিত হয়েছেন দুই সিনিয়র সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ। বিশেষ করে আফগানিস্তানের কাছে সুপার এইটের ম্যাচে এই দুজনের ভূমিকা ছিল বিস্ময়কর। বীরেন্দ্র শেবাগ তো সাকিবকে অবসর নিতে বলেছিলেন। এত কিছুর পরও তারা অবসর নেননি। বিসিবিও তাদের বিপক্ষে কঠোর অবস্থানে যাচ্ছে না।
বিসিবি কার্যালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয় এই দুই ক্রিকেটারের ভবিষ্যত নিয়ে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায়তাদের রাখা হবে কি না এমন প্রশ্নে নাজমুল যুক্তি দিয়েছেন, “এই যে সাকিব, ও তো টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে। ওখানে গিয়ে যদি খেলা শুরু করে দেয়, তাহলে কি বাদ দিতে পারবেন? নাকি আমি দিব? আমি তো ওকে আরো তাড়াতাড়ি নিয়ে আসব যে জলদি আসো। এগুলা পারফরম্যান্সের উপর নির্ভর করে।”
‘ভারতীয় দল পাকিস্তান সফরে না গেলে আইসিসির ব্যবস্থা নেওয়া উচিত’
ক্যারিয়ারের শেষ বেলায় থাকা সিনিয়রদের কোনো পরীক্ষায় ফেলতেও নারাজ বিসিবি সভাপতি, “আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, শুধু সাকিব নয়, আজকে বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় এসেছে সেখানে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ এদের প্রত্যেকের অবদান এত বেশি যে এই সময়ে এসে ওদের দলে চান্স পাওয়া বা ভাল খেলার প্রমাণ করা এটা ওদের জন্য অপমানজনক। আমরা চাই ওরা ওদের সেরাটা খেলে অবসরে যাক।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।