খেলাধুলা ডেস্ক : পারিশ্রমিকের ২৫ ভাগ অর্থ দেওয়ার কথা ছিল ১৫ জানুয়ারির মধ্যে। দূর্বার রাজশাহীর ক্রিকেটাররাও ব্যাংকে গিয়েছিলেন টাকা তোলার জন্য; কিন্তু একাউন্ট ছিল ফাঁকা। এর প্রতিবাদে দূর্বার রাজশাহীর ক্রিকেটাররা বুধবার অনুশীলন বয়কট করেন।
এ নিয়ে বুধবার ছিল টক অব দ্য ক্রিকেট। বিকেলে বিসিবির পক্ষ থেকে দূর্বার রাজশাহীর ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসে সমস্যা নিরসনের জন্য। সেখানে দূর্বার রাজশাহী কর্তৃপক্ষ বিসিবিকে জানায়, তারা ক্রিকেটারদের কাঙ্খিত অর্থ দিয়ে দেবে।
বিসিবি থেকেও দূর্বার রাজশাহীর ক্রিকেটারদের আশ্বাস দেয়া হয়। তারওপর, আগামীকালই মাঠে নামবে রাজশাহীর দলটি। প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। নতুন পরিবেশ, নতুন ভেন্যু। ম্যাচের আগে অনুশীলন না করলে খেলতে নামবে কিভাবে ক্রিকেটাররা?
এসব বিবেচনায় বিসিবির পক্ষ থেকে আশ্বাস দেয়া হয় রাজশাহী ক্রিকেটারদের। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) সকালে অনুশীলনে ফিরে আসেন দূর্বার রাজশাহীর ক্রিকেটাররা।
https://inews.zoombangla.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/
তবে, দলের সঙ্গে ছিলেন না তাসকিন আহমেদ। ভিন্ন কিছু নয়, জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিসিবির পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া আছে। তাসকিন আহমেদ আবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন। অতিরিক্ত অনুশীলন করতে গেলে ইনজুরিতেও পড়ার সম্ভাবনা রয়েছে।
বিসিবির নির্দেশনার কারণেই তাসকিন আহমেদ দূর্বার রাজশাহীর সঙ্গে অনুশীলনে আসেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।