বিসিবির নির্বাচক হান্নান সরকারের মা আর নেই

hannan

স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কিন্তু এর মধ্যেই নিজের প্রিয় সম্পদ ‘মা’কে হারালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার।

hannan

বৃহস্পতিবার (২১ মার্চ) বিসিবির বর্তমান এই নির্বাচকের মা ফরিদা আক্তার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তার মা। রাজধানীর একটি হাসপাতালে আইসিউতে ছিলেন তিনি। কিন্তু আজ না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক এই ক্রিকেটারের মা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। জানা গেছে, খিলগাঁওয়ে দাফন করা হবে ফরিদা আক্তারকে। হান্নান সরকাররা ৪ ভাই ও ১ বোন।

কমছে পেঁয়াজের দাম, নেমেছে অর্ধেকে

এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করা হান্নান জাতীয় দলের নির্বাচক কমিটিতে আসেন গত ফেব্রুয়ারিতে। গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক করে সাবেক সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নানকে নিয়ে নতুন এই প্যানেল গঠন করা হয়।