বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে প্রথমবারের মতো একজন নারী পরিচালক নিয়োগ করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই এনএসসি মনোনীত দুই পরিচালকের একজন ইসফাক আহসানের মনোনয়ন বাতিল করে তার পরিবর্তে দেশের পরিচিত ব্যবসায়ি ও ক্রীড়া ব্যক্তিত্ব রুবাবা দৌলাকে নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ইসফাক আহসানের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাওয়ায় তাকে কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে বোর্ডের নতুন গঠনতন্ত্রে প্রথম নারী পরিচালক হিসেবে রুবাবা দৌলা জায়গা পেয়েছেন।
রুবাবা দৌলা দেশের ব্যবসায়িক অঙ্গনের পরিচিত মুখ। তিনি বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।
খেলাধুলার সঙ্গে রুবাবার দীর্ঘদিনের সংযুক্তি রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হওয়া আমিনুল ইসলাম বুলবুল গতকাল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিসিবির গঠনতন্ত্রে লিঙ্গ বৈষম্য দূর করতে নারীদের অন্তর্ভুক্তি জরুরি। ক্রিকেটে প্রতিনিয়ত নিয়ম-কানুন পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের গঠনতন্ত্র পুরনো থেকে গেছে। তাই এই নতুন বোর্ডে নারীদের স্থান দেওয়া হবে। এটি হবে সবচেয়ে বড় পরিবর্তন।’
রুবাবা দৌলার এই নিয়োগকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে গণ্য করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।