সাকিবের ব্যাপারে রবিবার সিদ্ধান্ত নিবে বিসিবি

shakib_bcb

স্পোর্টস ডেস্ক : সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নানা ইস্যুতে বেশ চাপে এই ক্রিকেটার। শুরুতে মামলা আর এবার লিগ্যাল নোটিশ। যা অনিশ্চয়তা ফেলেছে তার ক্যারিয়ারকে।

shakib_bcb

এমন পরিস্থিতিতে বৈঠকে বসেছেন বিসিবির পরিচালকরা। কিন্তু রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালীন বলে এখনও আসেনি কোনো সিদ্ধান্ত। রোববার টেস্টের পঞ্চম দিন শেষে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ শনিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বৈঠক শুরু হয়। যেখানে সভাপতি ফারুক আহমেদসহ বেশ কয়েকজন পরিচালক উপস্থিত আছেন।

বৈঠক শেষে বিসিবিপ্রধান ফারুক আহমেদ বলেছেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, ওটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব।’

হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিলে পুলিশের গুলিতে পোশাক শ্রমিক রুবেল মারা যান। এ অভিযোগে তার বাবা রফিকুল ইসলাম ২২ আগস্ট আদাবর থানায় হত্যা মামলা করেন। মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে।