বিনোদন ডেস্ক : তিনি ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা। তবে এই দেশেও রয়েছে তার অনেক ভক্ত। তিনি অনির্বাণ ভট্টাচার্য। কলকাতার পাশাপাশি এ দেশের নানা কনটেন্টে দেখা গেছে তাকে।
গত জুলাই-আগস্টের দেশের সরকার পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এই ছাপ পড়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গনেও। তবে দুই দেশের শিল্পীরা কথা বলছেন সম্পর্কের বিষয়গুলো নিয়ে। যেমনটা বলেছেন অনির্বাণ।
তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি কষ্ট দেয় তাকে। একইসঙ্গে এই পরিস্থিতির জন্য রাজনীতিবীদদের দায় দেখছেন তিনি।
অনির্বাণকে প্রশ্ন করা হয়, ভারত-বাংলাদেশের মিষ্টি সম্পর্কে একটু যেন তিক্ততা। শিল্পী অনির্বাণকে কি ছুঁয়ে যায়? খারাপ লাগে?
জবাবে এই অভিনেতা বলেন, ‘হ্যাঁ ছুঁয়ে যায়।
খারাপ লাগে। কী বলব? আমরা আমাদের রাজনীতির দায়ভার দক্ষিণপন্থী নেতাদের হাতে তুলে দিয়েছি। পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ- আমরা এই করতেই তো পৃথিবীতে এসেছি। ঝামেলা বাঁধাতে, হাঙ্গামা তৈরি করতে।
অভিনেতা আরও বলেন, বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী রাজনীতিবীদরা।
নিজেদের স্বার্থ হাসিলের জন্যই দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ করেছেন তারা। রাজনীতির এটা একটা দিক। এটা করে সমাজের মধ্যে যত রকম অশান্তি, যত রকম ব্যবধান তৈরি করা যায়, করতে থাকো। আর মুনাফা লুটতে থাকো। ভোট লুটতে থাকো। শিল্পপতির টাকা বাড়তে থাকুক। সবাই এসব জানে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।