জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখল করা জমি উদ্ধার করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে অবৈধ দখলদারদের রেলের জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের আইন শাখার সহকারী সচিব স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখল করা ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা/অবকাঠামো আগামী ১০ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো।
১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩৫ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি
ওই সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখলমুক্ত করতে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে সর্বসাধারণকে রেলওয়ের সম্পত্তি রক্ষার্থে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।