প্রেমে পড়ার আগে যে তিন ধরনের সঙ্গী এড়িয়ে চলবেন

লাইফস্টাইল ডেস্ক : প্রেম কখনো বলে কয়ে আসে না। কখন কাকে ভালো লেগে যায়, সেটা কেউই বলতে পারে না। আবার প্রথম প্রথম কাউকে ভালো লাগলেও, পরে যে তার রেশ একই রকম থাকবে, সেটারও নিশ্চয়তা নেই।

তবে প্রথম থেকেই ভেবে চিন্তে সঙ্গী নির্বাচন করলে, পরে গিয়ে আর আফসোস করতে হয় না।

সে কারণে সঙ্গী নির্বাচনের আগে বা প্রেমের প্রথম দিকেই দেখে নিন তার সঙ্গে আপনি আদৌ থাকতে পারবেন কি না।

মনে রাখা দরকার, প্রেমের প্রথম দিন থেকেই সৎ থাকতে হবে। নিজে যা, সেটাই সঙ্গীকে দেখানো ভালো। কারণ সারা জীবন তাকে মুগ্ধ করতে গিয়ে নাটক করা মোটেই সহজ নয়।

পুরুষের এই গুণটি সবচেয়ে বেশি আকৃষ্ট করে মেয়েদেরকে

এজন্য সম্পর্কে অবদমন মোটেই ভালো না। আবার সম্পর্কে গা ছাড়া ভাব থাকলেও টেকে না। এ ধরনের সঙ্গীরা তখনই সময় কাটায়, যখন নিজেদের মন চায়। অন্যের ইচ্ছে নিয়ে এরা খুব একটা ভাবনাচিন্তা করে না। এরা নিজেদের দুনিয়াতেই বিচরণ করে বেড়াতে পছন্দ করে। খুবই উদাসীন হয়। এদের এড়িয়ে চলাই ভালো।

তাছাড়া অতিরিক্ত কেয়ারিং হলেও ভেবে দেখা দরকার। সারাদিন কী করছ, কী করছ, এসব খোঁজ নেওয়া অভ্যাস এই ধরনের লোকদের। প্রথম প্রথম এই স্বভাব খুব ভালো লাগে। কিন্তু পরে দমবন্ধ অবস্থার সৃষ্টি হতে পারে। এরা পরবর্তীকালে অতিরিক্ত পজেসিভ সঙ্গী হয়ে ওঠে। সে কারণে এদেরও এড়িয়ে চলা ভালো।

যারা প্রথম দিকে প্রেমিক-প্রেমিকাতেই মজে থাকে। সব সময় সঙ্গীর সঙ্গে কথা বলা, সব শেয়ার করে নেয় আর সঙ্গীকেই সেরা ভাবে। কিন্তু পান থেকে চুন খসতেই তাদের চিন্তাধারা বদলে যায়। তখন তাদের চোখে কেবলই সঙ্গীর খুঁত চোখে পড়ে। এদেরও এড়িয়ে চলা ভালো।

লক্ষণগুলো দেখে বুঝে নিন আপনি সঙ্গীর প্রথম পছন্দ নন