লাইফস্টাইল ডেস্ক : গরম পড়তেই বাড়িতে বাড়িতে চলছে এসি। দিন-রাত চলছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, বিদ্যুতের বিল উঠছে চড়চড়িয়ে।
অত্যাধিক ব্যবহারের জন্য দুমদাম এসি-তে বিস্ফোরণ বা বিকল হয়ে যাওয়ারও খবর মিলছে।
আচমকাই কিন্তু বিস্ফোরণ হয় না এসিতে। বিকল হওয়ার আগে কিছু বিপদ সঙ্কেত দেয়। আপনার বাড়ির এসি-ও যদি এই সঙ্কেতগুলি দিয়ে থাকে, তবে দেরি না করে অবিলম্বে এসি বদল করুন। নাহলে ঘটতে পারে বড় বিপদ।
প্রথম লক্ষণই হল ঘনঘন এসি বিকল হওয়া। যদি বারবার আপনার বাড়ির এসিতে সমস্যা দেখা দেয়, তবে সময় এসেছে এসি বদল করার।
এছাড়া যদি এসি চালানোর বেশ কিছুক্ষণ পরও ঘন ঠিকভাবে ঠান্ডা না হয়, দীর্ঘক্ষণ এসি চালিয়ে রাখতে হয়, তবে বুঝবেন আপনার এসি-র রিটায়ার হওয়ার সময় এসেছে।
এসি চালানোর পরই যদি দেখেন অত্যাধিক বিল আসছে, তবে বুঝবেন কম্প্রেসরে সমস্যা হচ্ছে। এক্ষেত্রেও বারবার সারাইয়ের তুলনায় এসি বদলে ফেলা ভাল।
যদি কারোর বাড়িতে ১০ বছরেরও বেশি সময় ধরে এসি থাকে, তবে সেই এসি বদলে ফেলা উচিত। সাধারণত এসির জীবনকাল এতটুকুই হয়। ১০ বছর পর্যন্ত এসি ঠিকভাবে কাজ করে।
এছাড়া যদি এসি চালানোর সময় ঘড়ঘড় করে শব্দ হয়, বা অন্য কোনও শব্দ হতে থাকে,তবে এসি বদল করা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।