সুদীপ্ত সাইদ খান : ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’। ছবিটি গত দুই সপ্তাহ ধরেই বেশ ভালো ব্যবসা করছে বলে জানিয়েছে হল মালিকেরা। এদিকে সিনেমার প্রচারণা করতে গিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছে টিম ‘দিন-দ্য ডে’। শুক্রবার (২২ জুলাই) রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত জলিল সমালোচনার জবাব দিয়েছেন।
অনন্ত জলিল বলেন, ‘অনেকেই আমার সমালোচনা করেন। যারা আমার সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলব, আমার সমালোচনা করার আগে অনন্ত জলিল হয়ে দেখাও। আমার মতো হয়ে দেখাও।’
সমালোচকদের হাসি ঠাট্টা করার বিষয়টি তুলে ধরে অনন্ত বলেন, ‘আমি অশিক্ষিত নই, আমি আনস্মার্ট নই। আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে এসেছি। আমি নিজে একজন সিআইপি। আমি ব্যবসা ডেভলপ করেছি। বাংলাদেশের অর্থনীতিতে আমার অবদান আছে।’
এদিকে সম্প্রতি ব্লকবাস্টার সিনেমাসে অনন্তর আমন্ত্রণে গুণী তারকারা অংশ না নিয়ে অনন্তকে আরও সমালোচনার মুখে ফেলেন। শুধু তাই নয়, কেউ কেউ দাবি করেছেন অনন্ত দাওয়াত না দিয়েই মিথ্যাচার করেছেন। এসব নিয়ে অনন্ত বলেন, ‘আমি কোনো মিথ্যাচার করিনি। আমি মুখে এক কথা, মিডিয়ার সামনে এক কথা, আড়ালে আরেক কথা বলার মানুষ না। আমি সব জায়গাতেই এক কথায় বলি। আমি কারও নাম ধরে কিছু বলব না, তবে এতটুকু বলব, তারা মুখে বলে সবাই মিলে চলচ্চিত্রের এক পরিবার কিন্তু ভেতরে ভেতরে সেপারেট।’
তিনি আরও বলেন, ‘একটা মিলাদ হবে অনন্ত জলিলকে দরকার, একটা পিকনিক হবে অনন্ত জলিলকে দরকার। অনন্ত জলিল কি ইন্ডাস্ট্রির জন্য কিছুই করে নাই। শিল্পী সমিতিতে কোনো অবদান রাখে নাই। যারা মিথ্যা প্রচার করে, বলে আমরা এক ফ্যামিলি, তারা আসলে এক নয়। তারা মিডিয়ায় একটা বলে, ভেতরে আরেকটা বলে। এসব মিথ্যাচার ঠিক না। অনন্ত জলিলের মতো সৎ থাকতে হবে, সাহসী থাকতে হবে।’
উল্লেখ্য, ১০ জুলাই দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় ‘দিন : দ্য ডে’ সিনেমা। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন অনন্ত জলিল। ‘দিন দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটিতে ইরান ও লেবাননের শিল্পীরা অভিনয় করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।