প্রিয়ঙ্কা চোপড়া হলে জমে যাবে: বেয়ার গ্রিলস

বিনোদন ডেস্ক : রণবীর সিংহের সঙ্গে কাজ করে উৎসাহ আরও বেড়ে গিয়েছে বেয়ার গ্রিলসের। ভারতীয় তারকাদের অফুরান প্রাণশক্তি দেখে আপ্লুত ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ টেলিভিশন শোয়ের প্রাণপুরুষ। দুঃসাহসিক অভিযানে এ বার তিনি এক জন মহিলা খ্যাতনামীকে বেছে নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। সেই মুখ হতে পারেন প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর সঙ্গে জলে-জঙ্গলে বাস্তবের অভিযানে নামতে আগ্রহী গ্রিলস।

সম্প্রতি রণবীরের সঙ্গে সফর শেষে গ্রিলস বললেন, ‘‘খুব শীঘ্রই মহিলা তারকাকে দেখা যাবে। শীঘ্রই।’’

এক সাক্ষাৎকারে গ্রিলস এর আগে নিক জোনাসকে সঙ্গে নিয়ে অভিযানের গল্প শুনিয়েছিলেন। বলেছিলেন, ‘‘প্রিয়ঙ্কা চোপড়া হলে জমে যাবে! আমি ওঁর স্বামীকে এক বার ভ্রমণে নিয়ে গিয়েছিলাম। তিনি দুর্দান্ত মানুষ। প্রিয়ঙ্কার গল্প শুনতেও সবাই উন্মুখ হবে।’’

গ্রিলস আরও বলেন, ‘‘জীবন মানেই আমাদের নিজেদের উদ্দেশ্য খুঁজে বের করা। সাহস ও কৃতজ্ঞতার সঙ্গে প্রাণ ভরে বাঁচতে শেখা। চারপাশের সব কিছু উপভোগ করা… এ না হলে আনন্দ পূর্ণ হয় না। রণবীর কিন্তু সে দিক থেকে দারুণ চটপটে। তাঁর উৎসাহ আমায় মুগ্ধ করেছে।’’

দুঃসাহসী গ্রিলস তাঁর টেলিভিশন শো ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’- এর জন্য বিখ্যাত। ব্রিটিশ অভিযান-প্রেমীকে আপন করে নেয় ভারতও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অজয় দেবগণ, ভিকি কৌশল, রজনীকান্ত এবং অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গে ঝুঁকির সফরে গিয়ে হইহই করেছেন গ্রিলস। জীবনের অন্য মানে শিখিয়েছেন তারকাদের।

ভারতে তাঁর যাত্রা সম্পর্কে কথা বলতে গিয়ে, গ্রিলস বলেছিলেন, ‘‘এ দেশে ভালবাসা এবং স্বাগত জানানোর মধ্যে যে উষ্ণতা, তা আমি মর্মে মর্মে উপলব্ধি করি। সুপারস্টাররা আমার প্রতি সদয়। দেখা হলেই জড়িয়ে ধরেন। আমিও নিজেকে একজন সম্মানিত ভারতীয় বলেই মনে করি। এটি আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদের মতো। ভারত সব সময় আমার হৃদয়ের খুব কাছাকাছি।’’

নতুন অতিথি এলো ‘রাজ-পরীর’ ঘরে