‘ইশাকবাজ’ গানে যুবতীর উদ্দাম ড্যান্স, তুমুল ভাইরাল ভিডিও

যুবতীর উদ্দাম ড্যান্স

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে।

যুবতীর উদ্দাম ড্যান্স

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি তেমনই এক প্রতিভাবান যুবতী তার নাচের সূত্র ধরেই পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। রইল সেই ভিডিওই।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইউটিউবের ‘দ্যা স্ক্রিন’ নামক চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেওয়া হয়েছিল ২ বছর আগে। সম্প্রতি সেই ভিডিওটিই পৌঁছে গিয়েছে ১৬ লাখেরও বেশি মানুষের কাছে। ভিডিওতে বলিউডের অন্যতম হিট ছবি ‘ইশাকবাজ’এর গানের তালে দুর্দান্ত নৃত্য পরিবেশনায় দেখা গিয়েছে এক যুবতীকে। সত্যি কথা বলতে যার দক্ষ নৃত্যশৈলী সত্যিই প্রশংসারযোগ্য।

Beautiful Girl Saree Dance Performance | Dance in Saree

‘ইশাকবাজ’ ছবির অন্যতম হিট গান ‘ঝাল্লা বাল্লা’। সম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এই গানের তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে ঐ যুবতীকে। কালো প্রিন্টেড শিফন শাড়িতে ছিলেন তিনি। নেটমহলের একাংশের মতে তিনি যথেষ্ট দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী।

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সাপোর্ট ছাড়লেন তরুণ, ভাইরাল ভিডিও

অবশ্য সেকথা ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখরেই স্পষ্ট হবে। বলাই বাহুল্য, ভিডিওতে যে যুবতীকে দেখা গিয়েছে তিনি নিজের নৃত্যশৈলীর মাধ্যমে টেক্কা দিয়েছেন পর্দার গৌহার খানকেও। ছবির পর্দায় তার নাচ মাথা ঘুরিয়ে দিয়েছিল দর্শকদের। তবে সম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে যে যুবতীকে দেখা গিয়েছে তিনিও মন্দ নন। কারণ তার নাচের প্রতিভাই তাকে এই মুহূর্তে নেটজনতার একাংশের মাঝে চর্চায় নিয়ে এসেছে।