বিনোদন ডেস্ক : রানি মুখোপাধ্যায় কেমন ভাবে ত্বকের যত্ন নেন? কাজল কী ব্যবহার করেন মুখে? বলিউডের জনপ্রিয় বাঙালি অভিনেত্রীদের সৌন্দর্যচর্চার রুটিন জানলে চমকে উঠবেন অনেকেই।
নায়িকাদের পেশাগত জীবনে সৌন্দর্য বজায় রাখা অত্যন্ত জরুরি। করিনা কপূর, আলিয়া ভট্ট কিংবা কৃতি শ্যাননের উজ্জ্বল ত্বকের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও যত্ন। অনেকেই মনে করেন, অভিনেত্রীদের ঝকঝকে ত্বকের মূল চাবিকাঠি দামি বিউটি ব্র্যান্ডের প্রোডাক্ট। কিন্তু বাস্তব হল, অধিকাংশ অভিনেত্রীই ঘরোয়া উপাদানেই বিশ্বাস রাখেন। যেমন, রানি মুখোপাধ্যায় এখনও রূপচর্চায় ভরসা রাখেন নারকেল তেলে, আর কাজলের প্রিয় হচ্ছে সাধারণ ময়েশ্চারাইজ়ার।
চলুন জেনে নিই এই তারকাদের সৌন্দর্যচর্চার খুঁটিনাটি:
রানি মুখোপাধ্যায়ের বিউটি রুটিন
রানি মুখোপাধ্যায়ের দিন শুরু হয় অ্যালো ভেরা জুস দিয়ে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সকালে নিয়ম করে অ্যালো ভেরা জুস পান করলে শরীর যেমন ‘ডিটক্স’ হয়, তেমনি ত্বকও সতেজ থাকে।
এর পরেই রুটিনে থাকে করলার জুস—যা ভিটামিন C ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকে আনে প্রাকৃতিক জেল্লা।
ব্যস্ত শিডিউল থাকলেও রানি নিয়ম করে গোলাপজল ব্যবহার করেন। এই গোলাপজল তিনি নিজের বাড়িতেই বানিয়ে নেন এবং একটি স্প্রে বোতলে সব সময় সঙ্গে রাখেন।
ত্বককে রুক্ষতা থেকে বাঁচাতে ও মসৃণ রাখতে তিনি ব্যবহার করেন নারকেল তেল। রানি নিজেই জানিয়েছেন, এই তেল তাঁর ত্বক ও চুল দুটোই নরম ও হেলদি রাখে।
মৌনী রায়ের স্কিন কেয়ার সিক্রেট
মৌনী রায়ের মতে, ত্বক ভাল রাখতে জলপান সবচেয়ে জরুরি। তিনি দিনে প্রচুর জল খান এবং নিয়ম করে ফলের রসও পান করেন।
তিনি আরও বলেন, সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা ও ধ্যানই তাঁর সৌন্দর্যের আসল চাবিকাঠি। ফেস মাস্কও তিনি ঘরেই তৈরি করেন—অ্যালো ভেরা জেল ও ভিটামিন ই ক্যাপসুল দিয়ে বানানো এই DIY মাস্ক তিনি প্রতিদিনই ব্যবহার করেন।
রোদে বেরোনোর আগে মৌনী অবশ্যই সানস্ক্রিন মাখেন এবং রাতে ঘুমানোর আগে মেকআপ তুলে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন।
কাজলের রূপচর্চার নিয়ম
৫০ পেরিয়ে গেলেও কাজলের ত্বকে বয়সের ছাপ পড়েনি। বছরের পর বছর ধরে তিনি দর্শকদের সৌন্দর্যে মুগ্ধ করে এসেছেন। তাঁর সৌন্দর্যের রহস্য লুকিয়ে রয়েছে ক্লিনজ়িং, টোনিং ও ময়েশ্চারাইজ়িং-এর মতো সাধারণ কিন্তু নিয়মিত স্কিন কেয়ার রুটিনে।
কাজল জানিয়েছেন, ছোটবেলায় তাঁর মা যে নিয়ম শিখিয়েছিলেন, তা এখনও মেনে চলেন তিনি। দিনে এবং রাতে—দু’বারই ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন। সানস্ক্রিন ছাড়া কখনওই বাড়ি থেকে বেরোন না। মেকআপের আগে সানস্ক্রিন ব্যবহার করেন এবং তার পরে অন্যান্য প্রসাধনী লাগান।
এ ছাড়াও তিনি নিয়মিত ত্বকে সিরাম ব্যবহার করেন, যা ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে।
iPhone 15: লঞ্চ প্রাইসের চেয়ে ১৮,৫০০ টাকা কমে দুর্দান্ত অফার, মিস করবেন না!
দামি প্রসাধনী নয়, বরং রোজকার যত্ন আর ঘরোয়া উপাদানই বাঙালি অভিনেত্রীদের রূপচর্চার মূল ভিত্তি। আপনি চাইলে এই সহজ ও প্রাকৃতিক উপায়গুলো আপনার স্কিন কেয়ার রুটিনেও যোগ করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।