আবির হোসেন সজল : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে রবিবার (১৪ সেপ্টেম্বর) যোগদান করেছেন আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা ফাইকা তাহজীবা। এর আগে তিনি ১৭তম সহকারী জজ পরীক্ষায় সপ্তম হয়েছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ফাইকা তাহজীবা স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৮৩ ও স্নাতকোত্তরে ৩.৮২ জিপিএ পান। এর আগে রাজশাহী কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল থেকে এসএসসি এবং প্রাথমিক পাশ করেন। তিনি রাজশাহীর প্যারামাউন্ট কিন্ডারগার্টেন এবং জাপানে প্রি-প্রাইমারিতেও পড়াশুনা করেছেন।
ফাইকার পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম এবং মা সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওয়ারদাতুল আকমাম। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হিরামানিক গ্রামে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় লালমনিরহাট অ্যালামনাই এসোসিয়েশন, রাজশাহীস্থ রংপুর বিভাগীয় সমিতি ও বৃহত্তর রংপুর সমিতি ফাইকা তাহজীবাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।