বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বাড়তে শুরু করেছে জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি’র আগমনের পর থেকেই। এরপর গুগল জেমিনি ও মাইক্রোসফটের তৈরি কো-পাইলটের মতো বেশ কয়েকটি জেনারেটিভ এআই-ভিত্তিক প্ল্যাটফর্ম সাধারণ প্রযুক্তি ব্যবহারকারীদের মাঝে আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছে।
এআই প্ল্যাটফর্মগুলোতে প্রম্পট লিখে বিভিন্ন কাজ সহজে ও অতি স্বল্প সময়ে করিয়ে নেন এখন অনেকেই। তবে এআই প্রযুক্তির আরেকটি আকর্ষণীয় ফিচার হচ্ছে ভয়েজ ও ফেইস ক্লোনিং বা ক্যারেক্টার ক্লোনিং। যেটা ‘সেলফ অ্যাভাটার’ বা ‘এআই অ্যাভাটার’ নামেও সুপরিচিত। সম্প্রতি এমনই একটি ‘ক্লোনস’ ফিচার যুক্ত করেছে সোশ্যাল নেটওয়ার্ক ‘বাটারফ্লাইজ এআই’।
গত জুন মাসে সোশ্যাল নেটওয়ার্কটি এআই ব্যক্তিত্ব (এআই পার্সোনা) তৈরির ফিচার ‘বাটারফ্লাইজ’ নিয়ে আসে যেটা স্বয়ংক্রিয়ভাবে পোস্ট করতে পারে। পাশাপাশি অন্যান্য ব্যবহারকারী ও এআই ব্যক্তিত্বের সাথে যোগাযোগ স্থাপনেও (ইন্টারেকশন) সক্ষম এই ফিচারটি।
‘বাটারফ্লাইজ’ ফিচারটির উপর ভিত্তি করেই নেটওয়ার্কটিতে এবার যুক্ত হয়েছে নতুন আরেকটি ফিচার। এর মাধ্যমে একজন ব্যবহারকারী নিজের সেলফি তুলে সেটা দিয়েই বানিয়ে নিতে পারে নিজের একটি এআই ক্যারেক্টার বা ‘বাটারফ্লাই’। নিজের এই ক্লোন বা ক্যারেক্টারকে আরও বাস্তব করে তুলতে যোগ করা যাবে পটভূমি বা পেছনের গল্পও।
এই ‘ক্লোনিং’ ফিচারটি যুক্ত করায় ব্যবহারকারীরা সহজেই এখন নিজেদেরকে অনেকটা এআই ক্যারেক্টারের মতো নতুনরুপে কল্পনা করতে পারবেন। সবাই না হলেও অনেকেই মজা করে হলেও এই ফিচারটি ব্যবহার করে নিজের এআই ব্যক্তিত্ব কেমন হতো সেটা দেখে নিতে চাইবেন। অনেকেই আবার নিজেদের এআই ব্যক্তিত্ব অন্য ব্যবহারকারী বা তাদের এআই ক্যারেক্টারের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করে সেটা পরখ করতে চাইবেন।
সার্বিকভাবে বাটারফ্লাইজ এআই-এর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদেরকে একটি ভার্চুয়াল বিকল্প ইউনিভার্স উপভোগের সুযোগ করে দেয়।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।