বিনোদন ডেস্ক : প্রায় ২০০ কোটি রুপি তছরুপের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখর। আর্থিক তছরুপের ওই মামলায় সুকেশের সঙ্গে জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজও।
এই ঘটনার দু’বছর কেটে গেলেও বারবার আদালতে চক্কর কাটতে হচ্ছে জ্যাকুলিনকে। বিদেশযাত্রার জন্য বারবার আদালতে আর্জিও জানাতে হয়েছে তাকে। এবার দিল্লির একটি আদালত অভিনেত্রীকে বিদেশ যাওয়ার অনুমতি দিল। তবে সেখানে জামিনের শর্তে কিছু রদবদল করা হয়েছে।
২০২২ সালের ১৫ নভেম্বর বিচারক শৈলেন্দ্র মালিক জ্যাকুলিনের জামিন মঞ্জুর করেন। তখন আদালতের নির্দেশ ছিল, বিদেশে যাওয়ার আগে জ্যাকুলিনকে বিশেষ অনুমতি নিতে হবে। কিন্তু এখন আদালত জানিয়েছে, একজন অভিনেত্রী তার কাজের জন্য বিদেশযাত্রা করতেই পারেন।
তার জন্য আগাম অনুমতিতে অনেকটাই সময় নষ্ট হয়। ফলে তা কারও পেশার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। তাই আদালত জ্যাকুলিনের বিদেশযাত্রা মঞ্জুর করেছে। তবে বলা হয়েছে, বিদেশযাত্রার অন্তত তিন দিন আগে জ্যাকুলিনকে আদালত এবং ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-এর কাছে তা জানাতে হবে।
মামলার শেষ শুনানিতে বিচারক শৈলেন্দ্র মালিক বলেন, “এই পরিস্থিতিতে আগাম অনুমতি নেওয়া অনেক ক্ষেত্রে সময়সাপেক্ষ এবং তার ফলে কারও কাজও হাতছাড়া হতে পারে।”
এর আগে একাধিকবার বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জ্যাকুলিন। অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল, জামিনের শর্ত অনুযায়ী বিদেশযাত্রার অনুমতির জন্য তার আর্থিক ক্ষতি হচ্ছে। একের পর এক কাজ হাতছাড়া হচ্ছে।
২০০৯ সাল থেকে কর্মসূত্রে ভারতে রয়েছেন ‘কিক ২’ খ্যাত শ্রীলঙ্কান এই অভিনেত্রী। সেই প্রসঙ্গ টেনেই আদালত বলেন, অভিনেত্রী ভারতীয় আইন অনুসারে সরকারকে কর প্রদান করেন এবং এখনও পর্যন্ত জামিনের কোনও অপব্যহার করেননি। তাই পেশাগত দায়বদ্ধতার কথা চিন্তা করেই অভিনেত্রীকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।