বিদেশি ইউটিউবারের সঙ্গে খারাপ ব্যবহার, ব্যবসায়ী গ্রেফতার

বিদেশি ইউটিউবার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে বিদেশি ইউটিউবারের সঙ্গে খারাপ ব্যবহার করায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেখানের পুলিশ। দুই মাস আগে শহরের একটি বাজারে ওই ইউটিউবারের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। খবর এনডিটিভির।

বিদেশি ইউটিউবার

জানা গেছে, ভারতে ভ্রমণকারী ওই ডাচ ইউটিউবারের নাম পেদ্রো মোতা। বেঙ্গালুরুতে তিনি ভ্লগ ভিডিও বানাতে গিয়েছিলেন। সে সময় স্থানীয় এক ব্যবসায়ী তার সঙ্গে অশালীন আচরণ করেন।

রবিবার (১১ জুন) এ সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছে বেঙ্গালুরু পুলিশ। ভিডিওটি পেদ্রোর ক্যামেরা থেকে তোলা। এতে দেখা যায়, হাসিমুখে ভিডিও করছেন তিনি। কিন্তু এ সময় হঠাৎ ওই স্থানীয় ব্যবসায়ী তার ভিডিওতে বাধা দেয় ও হাত ধরে রাখে। এ সময় ইউটিউবার তাকে ছেড়ে দিতে বলেন। টানাটানির এক পর্যায়ে ছিটকে যান পেদ্রো।

কর্ণাটক পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দুই মাস আগে। তারপরই ভারত ছাড়ে ওই ইউটিউবার।

পুলিশ এরই মধ্যে নবাব হায়াথ শরীফ নামে চিহ্নিত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ও কর্ণাটক পুলিশ আইনের ৯২ ধারার অধীনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

এই পদ্ধতিতে আমের চারা গাছে কলম দিলে ১ বছরের মধ্যেই ফল আসবে

বেঙ্গালুরু পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে ও সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি পর্যটকদের সঙ্গে এই ধরনের কোনো দুর্ব্যবহার সহ্য করা হবে না বলেও জানানো হয়।