গরুর ঝাল ভুনার দুর্দান্ত রেসিপি

গরুর ঝাল ভুনা

গরুর ঝাল ভুনা

উপকরণঃ
– গরুর মাংস ১ কেজি,
– আদা বাটা ২ টেবিল চামচ,
– রসুন বাটা ২ টেবিল চামচ,
– পেঁয়াজ বাটা ১ কাপ,
– লবণ প্রয়োজনমতো,
– পেঁয়াজ বেরেস্তা ১ কাপ,
– শুকনা মরিচ ১০-১২টা,
– সয়াবিন তেল পৌনে ১ কাপ।

ভিভো-স্যামসাংকে টেক্কা দিতে বাজারে আসছে কমদামি ফোল্ডেবল ফোন

প্রণালীঃ আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে মাংস আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তেলে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে এবং শুকনা মরিচ ভেজে তুলে রাখতে হবে। ওই তেলে মাখানো মাংস দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে।প্রয়োজনে অল্প গরম পানি দিতে হবে। সেদ্ধ হলে পেঁয়াজ বেরেস্তা ও শুকনা মরিচ গুঁড়া করে দিতে হবে। ১৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।