জুমবাংলা ডেস্ক : বিয়ার একটি মদ্যপানীয়, যা মানুষ আনন্দের সাথে পান করে। বিয়ার প্রায় প্রতিটি আমিষভোজী বা নিরামিষাসী মানুষেরা খেয়ে থাকেন। কিন্তু জানেন কি বিয়ার আমিষ না নিরামিষ? এই প্রশ্নের উত্তর না জানা থাকলে এমনই কিছু অজানা তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হলো এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ জানেন পৃথিবীতে গভীরতম গর্ত কোনটি?
উত্তরঃ ১৯৮৯ সালে রাশিয়া মেশিনের সাহায্যে খনন করেছিল কোলা সুপারদীপ বোরহোল (Kola Superdeep Borehole)। এই গর্তের গভীরতা ছিল ১২২৬২ মিটার ও ভিতরে তাপমাত্রা ছিল ১৮০ ডিগ্রি।
২) প্রশ্নঃ কোন নদী তার রঙ পরিবর্তন করে?
উত্তরঃ কলম্বিয়াতে ক্যানো ক্রিস্টাল (Cano Crystal) নামের একটি নদী রয়েছে যে প্রতিটি ঋতুতে তার রঙ পরিবর্তন করে। এই পাঁচ রঙের নদীটি তরল রামধনু নামেও পরিচিত।
৩) প্রশ্নঃ জানেন কোন প্রাণী ঘুমানোর সময়ও দাঁড়িয়ে থাকে?
উত্তরঃ ঘোড়া ঘুমানোর সময়ও দাঁড়িয়ে থাকে।
৪) প্রশ্নঃ জানেন সুখের আর দুঃখের সময় কোন চোখ দিয়ে প্রথম অশ্রু বের হয়?
উত্তরঃ সুখের সময় প্রথমে অশ্রু ডান চোখ থেকে আর দুঃখের সময় প্রথম অশ্রু বাম চোখ থেকে বের হয়।
৫) প্রশ্নঃ কোন প্রাণীর পেটের বাচ্চা রাখার থলি থাকে?
উত্তরঃ ক্যাঙ্গারুর পেটের বাচ্চা রাখার থলি থাকে।
৬) প্রশ্নঃ স্ত্রী বাঘকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তরঃ টাইগ্রেস (Tigress)।
৭) প্রশ্নঃ জানেন পৃথিবীর আকৃতি ঠিক কী রকম?
উত্তরঃ পৃথিবীর গোলাকার হলেও কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়। এই আকৃতিকে জিওড (Geode) বলা হয়। আসলে পাহাড়ি অঞ্চল কিছুটা উত্থিত হয় এবং সামুদ্রিক অঞ্চল কিছুটা নিম্ন দেখায়।
৮) প্রশ্নঃ একটা পুরুষ সিংহের ওজন কত?
উত্তরঃ একটা পুরুষ সিংহের ওজন প্রায় ১৫০ থেকে ২৫০ কেজি।
৯) প্রশ্নঃ যে নারীর হিংসা নেই তাকে এক কথায় কি বলা হয়?
উত্তরঃ অনসূয়া।
রাতের ঘুম কাড়তে এলো রোমান্সে ভরপুর নতুন ওয়েব সিরিজ, একা দেখুন
১০) প্রশ্নঃ জানেন বিয়ার আমিষ না নিরামিষ?
উত্তরঃ বিয়ার (Beer) তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান হলো ভিনেগার, জল, মল্টেড বার্লি এবং হপস। মল্টেড বার্লি এবং হপস এই উপাদান দুটি পুষ্টিতে সমৃদ্ধ। কিন্তু বিয়ার ভেজ নাকি ননভেজ তা বলা বেশ কঠিন। তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিয়ারকে আমিষ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।