স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে যাওয়ার পর থেকেই সেখানকার সংস্কৃতির সঙ্গে মিল রেখে বিভিন্ন ধরনের কাজে অংশ নিতে দেখা যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষ্যে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরতে দেখা যায় পর্তুগিজ তারকাকে।
ইউরোপে নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করে আল নাসরে যোগ দিয়ে রোনালদো যেন তার জীবনযাত্রাতেই পরিবর্তন এনেছেন। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস ছিল।
সেই উপলক্ষ্যে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আড়াই মিনিটের এক ভিডিও ক্লিপ প্রকাশ করে আল নাসের। যেখানে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক পরে তলোয়ার হাতে দেখা যায় পর্তুগিজ তারকাকে।
শুধু যে জাতীয় দিবসের জন্য সৌদি আরবের সংস্কৃতির সংস্পর্শে এসেছেন এমন নয়। রোনালদোর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতেও একাধিকবার ‘ইনশাআল্লাহ’ বলতে দেখা গেছে। গতকাল সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্যেই সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন রোনালদো। সে সংবাদ সম্মেলনের এক ছবি দিয়ে রোনালদো তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশনে লিখেছেন, ‘ঘুরে দাঁড়াতে প্রস্তুত, ইনশাল্লাহ’।
রোনালদোর এই পোস্ট অনলাইন দুনিয়ায় রীতিমতো ভাইরাল। ভক্তরা তাঁর পোস্টে রোনালদোর প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। প্রথম ১৪ ঘন্টায় ৯ লাখ ৩৫ হাজার রিঅ্যাকশন পেয়েছে এই পোস্ট। ৯৪ হাজার কমেন্টের পাশাপাশি ৩৩ হাজারবার শেয়ার দেওয়া হয়েছে।
মূলত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আগামীকাল রাত ১টায় আল আইনের বিপক্ষে ম্যাচের আগে ভক্তদের ভালোবাসা পেতেই রোনালদোর এমন পোস্ট। প্রথম লেগে ১-০ গোলে হেরে বসা আল নাসরকে ঘরের মাঠের লেগে জিততেই হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।