বিনোদন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘কেজিএফ ২’। দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমা যে বক্সঅফিস কাঁপাবে তার আভাস পাওয়া যাচ্ছে। শুধু নিজ দেশেই নয়, ভারতীয় সিনেমার আন্তর্জাতিক বাজারেও হয়েছে ছবিটির অগ্রিম বুকিং। আর সঙ্গে সঙ্গে হু হু করে বিক্রি হচ্ছে সিনেমার টিকিট।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটি মুক্তির দিনের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে অগ্রিম টিকিট বুকিং দিয়ে সংগ্রহ করেছে ৭ কোটি রুপিরও বেশি। ধারণা করা হচ্ছে, মুক্তির আগের দিন বুধবার নাগাদ অগ্রিম ১৫ কোটি রুপির বেশি আয় করবে। ছবিটি মুক্তির প্রথম দিনেই ৩০ কোটি রুপি উপার্জন প্রায় নিশ্চিত করে ফেলেছে। আশা করা হচ্ছে, কেজিএফ ২ হিন্দি বেল্টে বক্স অফিসে প্রথম ৩০০ কোটি আয়ের সিনেমা হতে যাচ্ছে।
এর আগে, ‘কেজিএফ ১’ ছবির রকিরূপে যশ-কে সকলের পছন্দ ছিল। দ্বিতীয় ভাগের জন্য ছিল অপেক্ষা। এবার তার সঙ্গে সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন জুড়েছেন। ছবির টিজারে সঞ্জয় দত্তকে দেখার পর থেকে কৌতুহল ছিল দর্শকদের মধ্যে। ট্রেলার মুক্তির পর আগ্রহ বেড়েছে, অগ্রিম বুকিংয়ের দিকে দেখলেই তা বোঝা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।