Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, দোয়া-প্রার্থনা অব্যাহত
জাতীয় ডেস্ক
জাতীয়

বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, দোয়া-প্রার্থনা অব্যাহত

জাতীয় ডেস্কMynul Islam NadimDecember 1, 20253 Mins Read
Advertisement

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড ও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক-নার্সরা সার্বক্ষণিক বিএনপি প্রধানকে সেবা দিয়ে যাচ্ছেন। এ ছাড়া সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শারীরিক অবস্থা

গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সূত্র জানায়, স্বাস্থ্য পরিস্থিতির খুব বেশি উন্নতি না হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। হাসপাতালের চিকিৎসক সূত্র জানিয়েছে, নিবিড় পর্যবেক্ষণের মধ্যে থাকা খালেদা জিয়া ডাক শুনে মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন। আগের তিন দিনের চেয়ে এটিকে ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক তাঁর চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। চিকিৎসকদের কাছ থেকে আমি শুনেছি যে, উনার শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এ রকমও আমরা খবর পাইনি।

তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, ‘আমরা মনে করি, দ্রুতই তিনি সেরে উঠবেন। তিনি আরোগ্য লাভ করবেন, সুস্থ হয়ে উঠবেন—এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা। মানুষের এই প্রত্যাশার সঙ্গে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মী আমাদেরও একই প্রত্যাশা। প্রত্যাশা করি, আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে তুলবেন। ’

এদিকে খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। তিনি প্রতি মুহূর্তে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার সবকিছু সমন্বয় করছেন বলে জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, ‘মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তারেক রহমান উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি, প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলছেন খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে।’

এর আগে চলতি বছরের শুরুতে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছিলেন খালেদা জিয়া। সেখানকার চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করছেন তারেক রহমান জানিয়ে রিজভী বলেন, ‘লন্ডন ক্লিনিকের ডাক্তার যাঁরা রয়েছেন, ইংল্যান্ডের সেই হাসপাতালে ম্যাডাম চিকিৎসা নিয়েছেন, তাঁদের সঙ্গে তিনি (তারেক রহমান) যোগাযোগ করছেন, কথা বলছেন এবং প্রতিনিয়ত এখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন।’

দোয়া-প্রার্থনা অব্যাহত : খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া-প্রার্থনা অব্যাহত রয়েছে। গতকাল বাদ জোহর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় মসজিদে ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানীর পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নিজস্ব কার্যালয়ে দোয়ার আয়োজন করে। সেগুনবাগিচা বাইতুল আকসা জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

বাদ জোহর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের উদ্যোগে মিটফোর্ড হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া গতকাল বিকেলে ঢাকার নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে।

বাদ আসর ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বাদ মাগরিব রাজধানীর অফিসার্স ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ অনেকেই অংশ নেন।

এ ছাড়া বিকেল ৫টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা সভা করে। প্রার্থনা সভায় গণতন্ত্রে উত্তরণের এই সন্ধিক্ষণে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করা হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অবস্থার অব্যাহত উন্নতি কিছুটা জিয়ার: দোয়া-প্রার্থনা বেগম শারীরিক শারীরিক অবস্থা
Related Posts
শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

December 21, 2025
পোস্টাল ব্যালট

সংসদ নির্বাচন : সাড়ে পাঁচ লাখেরও বেশি প্রবাসীর নিবন্ধন

December 21, 2025
সুখবর

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

December 21, 2025
Latest News
শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

পোস্টাল ব্যালট

সংসদ নির্বাচন : সাড়ে পাঁচ লাখেরও বেশি প্রবাসীর নিবন্ধন

সুখবর

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

দীর্ঘতম রাত

বছরের দীর্ঘতম রাত আজ

সংবাদ সম্মেলন

হাদি হত্যার তদন্তের অগ্রগতি জানাতে সমন্বিত সংবাদ সম্মেলন আজ

চেতনাকে দমানো যায় না

চাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

চেতনাকে দমানো যায় না

খুন করে বিপ্লবের চেতনাকে দমানো যায় না: জামায়াত আমির

বিশেষ আদেশ

সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ

সামরিক মর্যাদায় শেষ বিদায়

সুদানে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে সামরিক মর্যাদায় শেষ বিদায়

প্রত্যাবর্তন

তারেক রহমানের প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক: ইশরাক

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.