ময়মনসিংহের ভালুকায় পথে বাস থামিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলা স্কুলছাত্রী সাফওয়ান সিদ্দিকা রিয়ান মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটা রক্তের বন্ধন। সেই টান থেকেই আজ তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি আমার সঙ্গে কথা বলেছেন—এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি সত্যিই অসাধারণ।

রিয়ান জানান, তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছাটা এসেছে পরিবার থেকেই। তিনি বলেন, আমি পুরোপুরি একটি বিএনপি পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই দেখে আসছি—আমার বাবা, দাদা ও চাচা সবাই বিএনপির প্রতি গভীরভাবে নিবেদিত ছিলেন। তারা সারা জীবন দলটির জন্য কাজ করেছেন। সেখান থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি।
তিনি আরও বলেন, আমার খুব ইচ্ছে ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার। কিন্তু আল্লাহ তাকে আর আমাদের মাঝে রাখেননি। তাই তার পরবর্তী সময়ে তারেক রহমানই আমার জীবনের সবচেয়ে বড় আদর্শ হয়ে উঠেছেন।
সাফওয়ান সিদ্দিকা রিয়ান বলেন, আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা আমার পরিবার। জাতীয় জীবনে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন বেগম খালেদা জিয়া। আমি তার মতো হতে চাই।
উল্লেখ্য, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভা শেষে গাজীপুরের জনসভায় যোগ দিতে বিশেষ বাসে করে রওনা দেন তারেক রহমান।
সন্ধ্যার দিকে ময়মনসিংহ থেকে ফেরার পথে ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় এক স্কুলছাত্রী বাস থামানোর ইশারা দেন। বিষয়টি নজরে এলে তারেক রহমান বাস থামিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


