আন্তর্জাতিক ডেস্ক : নিজেকে সুন্দর করে তুলতে কার না ইচ্ছে করে। বেশিরভাগ মানুষই সৌন্দর্যের প্রতি বেশি আকর্ষিত হন। এক তরুণী নিজেকে আরও সুন্দর করে তুলতে গিয়ে পড়লেন বড়সড় বিপদের মুখে । গোটা ঘটনা জানলে শিউড়ে উঠবেন আপনিও।
সুন্দর হওয়ার আকাঙ্খায় বিগড়ে গেল তরুণীর চেহারা। মুখে ‘বোটক্স ফেসলিফট’ করিয়েছিলেন এক তরুণী। সেটাই যেন কাল হয়ে দাঁড়াল তাঁর জীবনে। এরপরে তাঁর সঙ্গে হওয়া গোটা ঘটনার কথা তিনি নিজেই সমাজমাধ্যমে ভিডিও করে জানিয়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে মহিলার গাল দু’টি ফুলে গিয়েছে। আঙুল দিয়ে চাপ দিলেই সেখানে গর্ত তৈরি হচ্ছে। খানিক পরেই চামড়ার তলায় বোটক্স সেই জায়গা ভরাট করে দিচ্ছে। মুখের এই অবস্থা দেখে বেশ চিন্তিত ওই মহিলা।
ভিডিওটি তিনি পোস্ট করা মাত্রই তা ছড়িয়ে পড়েছে সামাজমাধ্যমে। ভিডিওটিকে ঘিরে নানা মন্তব্য করছেন সামাজমাধ্যম ব্যবহারকারীরা। তরুণীর পোস্ট করা ওই ভিডিওটিতে নেটিজেনরা বোটক্স ব্যবহারে ক্ষতিকারক দিকগুলি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। অনেকেই ওই মহিলার ‘বোটক্স ফেসলিফটটি’ আদৌ আসল কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার দাবি করেছেন, অপেশাদারের কাছে গিয়ে ফিলার ইনজেকশনের নেওয়ার ফলেও এই দশা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।