তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রম ‘ভোটের রিকশা’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে কে কাকে ভোট দেবেন তা ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও, গণভোটে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে ‘হ্যাঁ’তে ভোট দেওয়া প্রয়োজন। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ গৃহীত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রিজওয়ানা হাসান জানান, ক্ষমতার ভারসাম্য ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্নে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে। সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালালেও কাউকে না ভোট দিতে নিষেধ করা হচ্ছে না—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন ও কর্তৃত্ববাদী শাসনের অবসান চাইলে সংস্কারের পক্ষে অবস্থান নিতে হবে এবং গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে। তিনি জানান, ‘ভোটের রিকশা’ কর্মসূচির মাধ্যমে ৬৪ জেলার ৪৫০০ ইউনিয়নে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে প্রচারণা চালানো হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


