‘বেশারাম রাঙ্গ’ এর‌ তালে দুর্দান্ত বেলি ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী, ভাইরাল ভিডিও

বেলি ড্যান্স

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে।

বেলি ড্যান্স

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এই যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে।

Besharam Rang | Pathan || Belly Dance by Juhi Sheikh || Like | Share | Subscribe||

পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় নেটজনতার একাংশের মাঝে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে জুহি শেখকে দুর্দান্ত বেলি নাচ প্রদর্শন করতে দেখা গিয়েছে। চলতি বছরেই মুক্তি পেয়েছে বলিউডের কিং খানের ‘পাঠান’। আর সেই ছবি যে বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে, তা আলাদাভাবে বলার নয়। আর সেই ছবিরই অন্যতম জনপ্রিয় ট্রেন্ডিং গান ‘বেশারাম রাঙ্গ’এর তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল জুহিকে।

সিনেমা ফ্লপ হওয়ায় যে তারকারা পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছিলেন

এদিন উপযুক্ত কালো নাচ পোশাকেই ছিলেন তিনি। তার এই দক্ষ নৃত্য পরিবেশন মুগ্ধ করেছে নেটজনতার একাংশকে, তার ঝলক রয়েছে কমেন্টবক্সেই। গত তিনমাস আগে নিজের এই নাচের ভিডিওটি জুহি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছিলেন। বর্তমানে যা পৌঁছে গিয়েছে হাজারো মানুষের কাছে।