জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে থাকা দুটি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নামে থাকা যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক হিসাব ও মালয়েশিয়ার ব্যাংকে থাকা দুটি হিসাব অবরুদ্ধেরও আদেশ দেয়া হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের আবেদনের (দুদক) পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের নামে দুটি সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এই দুটি সম্পদ কেনা হয়েছে ২০২৩ সালের ১২ জুন। প্রতিটি সম্পদের আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার মার্কিন ডলার।
এর আগে বেনজীরের স্ত্রী জিসান মির্জার নামে থাকা দুবাইয়ের বুর্জ খলিফা এবং অল ওয়াসল আবাসিক এলাকার দুটি ফ্ল্যাট জব্দেরও আদেশ দেয়া হয়েছিল।
এছাড়া তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবও অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।