স্বল্প থেকে মাঝারি বাজেট যাদের রয়েছে এবং এ বাজেট একটি স্মার্টফোন দরকার তারা Benco S1 Pro মোবাইলটি বিবেচনা করতে পারেন। বিশেষ করে যারা অনেক বড় স্টোরেজ বিশিষ্ট ফোন খুঁজছেন তাদের জন্য এটি সবথেকে উপযুক্ত হবে। আজকের আর্টিকেলে এ মোবাইলটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
তিনটি কালারের ভ্যারিয়েন্টে মোবাইলটি বাজারে পাওয়া যাচ্ছে। মোবাইলের ডিজাইনট দেখতে অনেকটা রেডমি ফোনের মতোই। মোবাইলটির উল্লেখযোগ্য ফিচার হচ্ছে 256gb storage এবং পাশাপাশি আলাদা এসডি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে।
এখানে দেওয়া থাকছে 6.8 ইঞ্চির ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে। ডিভাইসটির রেজুলেশন হচ্ছে ১০৮০ গুণ ২৪৬০ পিক্সেল। বাজেট অনুযায়ী ডিসপ্লের কোয়ালিটি আপনার পছন্দ হবে। কালার, শার্পনেস, ব্রাইটনেস, কনট্রাস্ট নিয়ে কোন অভিযোগ নেই।
ভিডিও কনটেন্ট দেখতে আপনি স্বাচ্ছন্দ বোধ করবেন এবং স্পিকারের কোয়ালিটিও বেশ চমৎকার। ইউনিসকের প্রসেসর দ্বারা ডিভাইসটি চালিত হবে। দৈনন্দিন জীবনের সকল কাজের জন্য এই চিপসেটটি আপনার জন্য যথেষ্ট।
পাবজি সহ জনপ্রিয় গেম কোন সমস্যা বাদেই খেলতে পারবেন। ৮ জিবি ফিজিক্যাল রেম এবং ৮ জিবি সফটওয়্যার র্যাম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ সিস্টেম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিভাইসটির নিজস্ব ইউজার ইন্টারফেস এ আপনাকে অভ্যস্ত হতে হবে।
স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা হচ্ছে ৬৪ মেগাপিক্সেল। পাশাপাশি এআই লেন্স এর ফিচার দেওয়া হয়েছে। ইমেজ অপটিমাইজেশন এর দিক থেকে স্মার্টফোনের ক্যামেরাটি একটু পিছিয়ে রয়েছে। দিনের বেলায় মোটামুটি ভালো ছবি তুলতে পারে ডিভাইসটির ক্যামেরা।
রাতের বেলায় ক্যামেরার পারফরম্যান্স মোটামুটি সন্তোষজনক। তবে আপনি শুধু ক্যামেরার জন্য ফোনটি নিতে চাইলে ভিন্ন অপশন চিন্তা করতে হবে। সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
৫০০০ মেগাহার্জের ব্যাটারি এবং ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে ডিভাইসটিতে। স্বল্প বাজেটে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং এর ফিচার অন্য ব্র্যান্ড সহজে দিতে পারবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।