লাইফস্টাইল ডেস্ক : লেবু শুধু খাওয়াতেই নয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে গৃহস্থালির অনেক কাজে লাগে। সৌন্দর্য থেকে স্বাস্থ্য, সব ক্ষেত্রেই লেবু কাজে আসে।
লেবুতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রোপাটিজ পাওয়া যায়, যা ফ্রিজে থাকা ব্যাকটেরিয়া দূর করে এবং যেকোনো ধরনের ইনফেকশনের ঝুঁকি কমায়। এছাড়াও ফ্রিজে লেবু টুকরো টুকরো করে রাখলে বাতাসকে প্রাকৃতিকভাবে পরিষ্কার রাখতেও সাহায্য করে।
ফ্রিজে গন্ধ হয় না
ফ্রিজের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখলেও মাঝে মাঝে দুর্গন্ধের সমস্যা থেকে যায়। অনেক সময় ফ্রিজে রাখা খাবারেও এ গন্ধ বের হতে থাকে। এমন পরিস্থিতিতে এই গন্ধের সমস্যাকে দূরে রাখার সবচেয়ে সহজ উপায় হলো লেবুকে দুই টুকরো করে ফ্রিজে রেখে দেওয়া। লেবুতে সাইট্রিক অ্যাসিড ফ্রিজের দুর্গন্ধ দূর করে এবং বাতাসকে স্বাভাবিকভাবে সতেজ ও সুগন্ধি রাখে।
খাবার সতেজ রাখে
অনেক খাবার ফ্রিজে রাখা হয়। কিছু কিছু খাবার আছে যা ফ্রিজে রাখার পরও দ্রুত নষ্ট হয়ে যায়। দীর্ঘ সময় তাজা রাখতে লেবু ব্যবহার করতে পারেন। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা খাদ্যদ্রব্যকে দীর্ঘক্ষণ পচে যাওয়া থেকে রক্ষা করে এবং সতেজ রাখে। তবে ফ্রিজে রাখার জন্য সবসময় শুধু তাজা এবং পরিষ্কার লেবু ব্যবহার করুন।
ফ্রিজের বাতাস প্রাকৃতিকভাবে পরিষ্কার রাখে
ফ্রিজে কয়েক টুকরো লেবু রাখার একটি সুবিধা হলো এটি ফ্রিজে উপস্থিত বাতাসকে প্রাকৃতিকভাবে বিশুদ্ধ করতে কাজ করে। লেবু ফ্রিজে থাকা খাবারকে দ্রুত ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসা থেকে রক্ষা করে। ফ্রিজে এক টুকরো লেবু রাখলে যেকোনো ধরনের সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও কমে।
কোন কোন রোগ থেকে মুক্তি?
ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি দেয় লেবু। ফ্রিজের উষ্ণতা কম থাকায় যেকোনোরকম খাবারেই ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। এই সংক্রমণের হাত থেকে বাঁচতেই লেবু রাখা ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।