জাকারবার্গের ফতুয়ায় বাংলার বাঘ, কী বললেন বিল গেটস?

জাকারবার্গের ফতুয়ায় বাংলার বাঘ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ধনকুবের অনন্ত আম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠান শেষ হলেও বিলাসবহুল এ অনুষ্ঠান নিয়ে আলোচনার শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় এ অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও আমেরিকার ধনকুবের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

নেটদুনিয়ায় এই দুই ধনকুবের এবার আলোচনায় তাদের পোশাক নিয়ে। বিদেশি হলেও ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তর প্রাক-বিয়ের অনুষ্ঠানে তারা পরেছিলেন ভারতীয় পোশাক।

যে কারণে অনন্তর প্রাক-বিয়ের অনুষ্ঠান হয়ে উঠেছিল আরও উপভোগ্য। বিদেশের আমন্ত্রিত ধনকুবেরদের মুকেশ সাজিয়েছিলেন ভারতীয় সাজে। আর তাই চিরাচরিত টিশার্টের পরিবর্তে জাকারবার্গকে দেখা গেছে অন্য পোশাকে।

প্রাক-বিয়ের তিন দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল ২ মার্চ। ওইদিন অনুষ্ঠানের থিম ছিল ‘জঙ্গল অ্যাডভেঞ্চার’। তাই সবাই এ থিমের পোশাক পরেই অনুষ্ঠানে হাজির হন। থিম অনুযায়ী সেজেছিলেন জাকারবার্গও। তার পরনে ছিল ফতুয়া। যেখানে ফুল ও লতাপাতার ডিজাইন ছিল। তবে এসব ডিজাইনের চেয়ে সবচেয়ে বেশি আমন্ত্রিত অতিথি ও নেটিজেনদের চোখে পড়েছে জাকারবার্গের ফতুয়ায় আঁকা বাঘের দিকে।

বাংলার সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের ছবি আঁকা ছিল জাকারবার্গের ফতুয়ার ডিজাইনে। পুরো ফতুয়ায় হালকা চুমকির কাজ ও দেশের ঐতিহ্যের এ ডিজাইন করেছেন ভারতীয় পোশাকশিল্পী রাহুল মিশ্র।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ফ্যাশন ডিজাইনার রাহুল তার ডিজাইন করা মার্কের পোশাকটি সম্পর্কে বলেন, জাকারবার্গের জন্য স্পেশালি ওটি ডিজাইন করা ছিল। পুরো ফতুয়াটাই ছিল হাতে বোনা।

শুধু যে জাকারবার্গের পোশাক আমন্ত্রিত অতিথি আর নেটিজেনদের মনে ধরেছে, এমনটা কিন্তু নয়। জাকারবার্গের ওই পোশাক মনে ধরেছে বিল গেটসেরও। তাই নিজের ইনস্টাগ্রামে বিল গেটস একটি ছবি শেয়ার করে জাকারবার্গকে উদ্দেশ্য করে লেখেন, তুমি সব সময় সব অনুষ্ঠানেই খুব ভালো পোশাক পর।