গোলাপি শাড়িতে নেট দুনিয়ায় উঞ্চতা ছড়ালেন লাস্যময়ী মনামী

মনামী

বিনোদন ডেস্ক : গোলাপি রঙের শাড়িতে সম্প্রতি ফটোশ্যুট করেছেন মনামী ঘোষ। আর তাঁকে সেই শাড়িতে যে দারুণ মানিয়েছে, সে কথা বলাই বাহুল্য। মনামী ঘোষের ছবি দেখে মুগ্ধ হয়েছেন ফ্যানেরা। আপনি কি মনামীর এই লাস্যময়ী লুকটি দেখেছেন? না দেখলে মিস করবেন না।

মনামী

শাড়ির প্রতি বঙ্গতনয়াদের এক বিশেষ ভালো লাগা রয়েছে। তাই তো বিশেষ কোনও অনুষ্ঠান উপলক্ষে প্রিয় শাড়িটি অঙ্গে তুলে নিতে তাঁরা দুবার ভাবেন না। এদিকে ট্র্যাডিশনাল টু আধুনিক, শাড়ির সাহায্যে নানা ধরনের নজরকাড়া লুক ক্রিয়েট করতেও বঙ্গনারীদের যে কোনও তুলনা হয় না, তা তো বলাই বাহুল্য। আর এই ‘সিক্স ইয়ার্ড এলিগেন্স’ যে টলি ডিভাদেরও মন কাড়ে, সে কথাও কারও অজানা নয়।

এই যেমন মনামীর কথাই ধরুন না। তিনি সুযোগ পেলেই সেজে ওঠেন শাড়িতে। আর এই ড্রেসে তাঁকে দেখতেও অসাধারণ লাগে। আর সেকথা মানবেন আপনিও, যদি নজর ফেরান অভিনেত্রীর সাম্প্রতিকতম লুকের দিকে। গোলাপি রঙের শাড়িতে লাস্যময়ী অবতারে ধরা দিলেন মনামী। হয়ে উঠলেন ‘অপরূপা’।

মনামীর গ্ল্যামার তাঁর অনুরাগীদের মুগ্ধ করে। তাই তো প্রায় ৪০ ছুঁইছুঁই মনামীর সৌন্দর্যের রহস্য জানতে চান সকলেই। সেই সঙ্গে অভিনেত্রীর চিরতরুণ লাবণ্য দেখে প্রশংসায় ভরিয়ে দেন সবাই। তবে শুধু শাড়িতেই নয়, এই বং ডিভাকে প্রায় সব ধরনের পোশাকেই অপূর্ব দেখতে লাগে, তা সে পশ্চিমী বোল্ড পোশাক হোক কিংবা সনাতনী ড্রেস। সবেতেই তিনি লাস্যময়ী!

এই লুকটি ক্রিয়েট করতে একটি সুন্দর গোলাপি শাড়ি বেছে নিয়েছিলেন মনামী, যা তাঁর সৌন্দর্যকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল বৈকি। এদিকে হাইলাইট করেছিল তাঁর স্কিন টোনকেও। এই শাড়ির উপরে থাকা ছোট ছোট মিরর এমবেলিশমেন্ট আলাদা করে নজর কেড়েছিল সবার। ক্লাসি ড্রেপিং-এ অভিনেত্রী হয়ে উঠেছিলেন স্বপ্নসুন্দরী।

শাড়ির সরু সোনালি পাড়টি ছিল বেশ আকর্ষণীয়। এর সঙ্গে একটি ব্রালেট ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী, যা তাঁর লুকে দিয়েছিল এক আধুনিক ছোঁয়া।

শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর

এই মনোক্রম্যাটিক ব্লাউজে ছিল লো কাট নেকলাইন। আর দেওয়া হয়েছিল নুডল স্ট্র্যাপ, যা ডিভার এই লুকের হটনেস বাড়িয়েছিল ষোলো-আনা! আর সেই বিষয়ে সচেতন মনামী ফটোশ্যুটের সময় ছোট ছোট ডিটেলিংগুলি ফ্লন্ট করতে ভোলেননি।