মোহাম্মদ শামিকে বিয়ের প্রস্তাব বাঙালি অভিনেত্রীর!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন ভারতের পেসার মোহম্মদ শামি। ক্রিকেট অনুরাগীদের প্রশংসা কুড়োনোর পাশাপাশি তিনি এবার জায়গা করে নিলেন এক বাঙালি অভিনেত্রীর মনেও! সরাসরি শামিকে বিয়ের প্রস্তাবই দিয়ে ফেলেছেন তিনি। তবে বিয়ে করার জন্য দিয়েছেন একটি শর্তও।

সমাজমাধ্যমে একটি পোস্ট করে শামিকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন পায়েল। লিখেছেন, ‘শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।’

জানা গেছে, পায়েলের জন্ম কলকাতায়। ১৯৯২ সালে। তিনি সেন্ট পল্স মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেন। তার পরেই অভিনয়ের উদ্দেশে পাড়ি দেন মুম্বাইয়ে। সেখানে পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির সঙ্গে পরিচয় হয়, যার ছবি প্রায়াণামে অভিনয় করেন পায়েল।

তবে ভারতের পেসার এই প্রস্তাবের কোনও উত্তর দেননি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন শামি। দল জিতলে মাঝে মধ্যে পোস্ট করেন। আবার কোনও উৎসবের সময়েও তা উদযাপনের ছবি পোস্ট করতে দেখা যায় তাকে।

বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচ খেলেছেন। তাতেই আগুন ঝরাচ্ছেন মোহম্মদ শামি। ৪ ম্যাচেই ৯.৭৫ স্ট্রাইক রেটে ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। বিশ্বকাপে তার বোলিং ভারতের কাছে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপে সব মিলিয়ে ১৫ ম্যাচে ১৫.৬০ স্ট্রাইক রেটে ৪৭ উইকেট নিয়েছেন ভারতের এই ডানহাতি পেসার।

২০১৪ সালে মডেল হাসিন জাহানকে বিয়ে করেন শামি। পরের বছর দুজনে মেয়ের বাবা–মা হলেও পারিবারিক কলহে এখন আলাদা বসবাস করছেন। শামির বিরুদ্ধে অত্যাচার, বিশ্বাসভঙ্গ ও ম্যাচ পাতানোর অভিযোগে আদালতে মামলাও ঠুকেছেন হাসিন জাহান। শামি বিশ্বকাপে ভালো করলেও সম্প্রতি টিভিতে এক সাক্ষাৎকারে হাসিন বলেছেন, ‘ভারত ক্রিকেট দলের প্রতি শুভকামনা রইল, কিন্তু তার প্রতি না।