শর্ট ড্রেসে পুরুষ ভক্তদের রাতের ঘুম কাড়লো শ্রাবন্তী

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক : সম্প্রতি ইনস্টাগ্রামে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটি ছোট্ট কালো ড্রেস পরে ছবি শেয়ার করেছেন। এই ড্রেসে দুর্দান্ত দেখাচ্ছে অভিনেত্রীকে। সবার জন্যে সেট করেছেন স্টাইলিং গোলস।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শীাতকাল মানেই কিন্তু পার্টির মরশুম। আর বছরে এমন এক সময়ে আমরা রয়েছি, যে সময়ে ব্যাক টু ব্যাক পার্টি বা আড্ডার পরিকল্পনা থাকে আমাদের। কিন্তু শীতকালীন এই পার্টিতে কী ধরনের ড্রেস পরলে ভালো লাগবে? এই চিন্তা আমাদের সবার মধ্যেই থাকে। এই সময়ে কালো রঙের পোশাক পরাই কি বেশি ভালো হবে নাকি ক্রিসমাস পার্টিতে রেড হট ড্রেস পরলে বেশি ভালো লাগবে আমাদের?

এরকম হাজার চিন্তার মাঝেই আজ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এমন একটি লুক আমরা দেখলাম, যা দেখে তাঁর অনুরাগীরা তো মুগ্ধ হয়েছেনই। পাশাপাশি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই লুক দেখে ফ্যাশন টিপসও নোট করতে পারেন আপনি। এই শীতকালীন পার্টিতে কী ধরনের ড্রেস পরলে সবাই আপনার দিকে ঘুরে ঘুরে তাকাবে, তার উদাহরণ আপনি পেয়ে যাবেন অভিনেত্রীর এই লুক দেখলেই।
ফ্যাশন গোলস সেট করলেন এভাবেই

LBD বা লিটল ব্ল্যাক ড্রেস যে একদমই পার্টি পার্ফেক্ট! আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিন্তু এই ধরনের ড্রেসই বেছে নিয়েছেন। বর্তমানে ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে এই ধরনের আউটফিট। আপনি যদি ফ্যাশনিস্তা হন, তবে আপনার সংগ্রহে থাকবেই এই ধরনের আউটফিট।

এই শীতকালীন পার্টিতে এই ধরনের ড্রেস পরতেই পারেন। আউটডোর পার্টি হলে এই ধরনের পোশাক না পরতেও পারেন। কারণ, ঠান্ডায় কষ্ট হবে। তবে ইনডোর পার্টিতে বেশ জমে যাবে এই ড্রেস। কালো রঙের এরকম বডিকন ড্রেস শুধুই চোখ ধাঁধানো নয়, আকর্ষণীয়ও বটে।

ড্রেসটি ছিল ফুল স্লিভ। তবে এর সঙ্গে একটি ডিপ প্লাঙ্গিং নেকলাইন যোগ করা হয়েছিল। কালো ড্রেসটি পরে বেশ দেখাচ্ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। নিজের টোনড পা ফ্লন্ট করার কোনও সুযোগ হাতছাড়া করেননি অভিনেত্রী। শ্রাবন্তীর সম্পূর্ণ লুকটিও ছিল দেখার মতো।

যাতে দারুণ দেখাচ্ছিল তাঁকে। চুল খোলাই রেখেছিলেন অভিনেত্রী। গলায় পেনডেন্ট নেকপিস পরেছিলেন। এতে শ্রাবন্তীর সৌন্দর্য আরও বেশি চোখে পড়ছিল। তাঁর লুককে কমপ্লিমেন্ট দিচ্ছিল এই নেকপিসটি। এদিকে তিনি কালো পাম্প হিলস পরেছিলেন। যা সত্য়িই বারবার নজর কেড়েছিল।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই ড্রেসটি ছিল থাই লেন্থ। শর্ট ড্রেসটি বডিকন প্যাটার্নে রাখা হয়েছিল। তাই এই ড্রেসটি শ্রাবন্তীর ফিগারকে কমপ্লিমেন্ট দিয়েছিল।

তাঁর কার্ভলাইনকেও হাইলাইট করেছিল। দারুণ দেখাচ্ছিল তাঁকে। এই কালো ড্রেসে দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। হট লাগছিল বেশ। সবার জন্যেই ফ্যাশন গোলস সেট করেছিলেন অভিনেত্রী।

তবে এই প্রথমবার নয়, এর আগেও শ্রাবন্তী চট্টোপাধ্যায় কালো ড্রেসে তাক লাগিয়েছেন একাধিক বার। সম্প্রতি আরও একটি লুকে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সেই সময়ে তিনি পরেছিলেন, কালো রঙের একটি কর্সেট টপ। এর সঙ্গে কালো লোয়ারেই রাউন্ড আপ করেছিলেন।

মনোক্রম্যাটিক এই লুকে অভিনেত্রীর হটনেস দেখে মাথা ঘুরে গিয়েছিল অনুরাগীদের। অপূর্ব দেখাচ্ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এই লুক সম্পূর্ণ করার জন্যে শ্রাবন্তী পরেছিলেন হুপ ইয়াররিংস। চমৎকার দেখাচ্ছিল তাঁকে।

পুরুষরা এই নিষ্ঠুর কাজগুলো মেয়েদের সঙ্গে করে থাকে

এদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই লুকটিও ছিল অসাধারণ। একটি পার্টির জন্যেই এই ড্রেসটি স্টাইল করেছিলেন অভিনেত্রী। সেই সময়েও কালো রঙের ডিপ ভি নেকের এই ড্রেস পরেছিলেন। যার নুডল স্ট্র্যাপ ড্রেসে আলাদা করে বোল্ড টাচ দিয়েছিল। গ্লসি ফ্যাব্রিকের এই ড্রেসে দারুণ দেখাচ্ছিল শ্রাবন্তীকে। সেই লুকের সঙ্গেও চুল খোলাই রেখেছিলেন তিনি। এই শীতকালীন পার্টির জন্যে এরকম তিনটি লুকের সন্ধান রইল আপনার জন্যে। যে কোনও একটি পরতে পারেন। আপনাকেও দারুণ দেখাবে।