বাংলা সিরিয়ালের এই অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতার দৌড় কতদূর

অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বাংলা সিরিয়ালের টপ নায়িকার লিস্টে দর্শকদের বিচারে রয়েছে বেশ কয়েকটি নাম। মিঠাই, খড়ি, ফুলঝুরি, লক্ষ্মী কাকিমা এখন দর্শকদের বিচারে বাংলা সিরিয়ালের সেরার সেরা নায়িকা। এদের প্রত্যেকেরই অভিনয় নিয়ে কোনও কথা হবে না।

অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা

তবে জানেন কি বাংলা সিরিয়ালের এই নায়িকারা কে কতদূর পড়াশোনা করেছেন? পড়াশোনার বিচারে টপার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কে? আজ জেনে নিন বাংলা সিরিয়ালের নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা।

সৌমিতৃষা কুন্ডু : জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের নায়িকা হলেন সৌমিতৃষা কুন্ডু। অভিনয়গুণে তিনি ছাপিয়ে গিয়েছেন সকলকে। সৌমিতৃষা এর আগেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন। নায়িকার চরিত্র ছাড়াও তার হাতে এসেছে ভিলেনের চরিত্র। সৌমিতৃষা অভিনয়ে যেমন টপ তেমন পড়াশোনাতেও কিন্তু অনেক দূর এগিয়ে রয়েছেন। এই অভিনেত্রী স্নাতক পাশ করেছেন।

সোলাঙ্কি রায় : ইনি হলেন ‘গাঁট ছড়া’ ধারাবাহিকের নায়িকা খড়ি। দর্শকদের কাছে তার জনপ্রিয়তা তুঙ্গে। সোলাঙ্কি এর আগে বহু সিরিয়ালে অভিনয় করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘প্রথমা কাদম্বিনী’, ‘ইচ্ছে নদী’ ইত্যাদি। বাংলা সিরিয়ালের টপ নায়িকাদের মধ্যে A লিস্টের অভিনেত্রী বলে মানা হয় তাকে। সোলাঙ্কি যাদবপুর ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। এরপর তিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতকোত্তরের পড়াশোনা করেন।

মানালি দে : বাংলা সিরিয়ালের আরেক সুপারহিট নায়িকা মানালি দে-ও একজন নামি অভিনেত্রী। ‘বউ কথা কও’ ধারাবাহিকের হাত ধরে খুব ছোট বয়সে তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন। এরপর মানালিকে আর ঘুরে তাকাতেই হয়নি। পরপর সিরিয়াল এবং ছবির কাজ এসেছে তার হাতে। এখন ‘ধুলোকণা’ ধারাবাহিকে ফুলঝুরি চরিত্রে অভিনয় করছেন তিনি। ইনি কিন্তু ছোটবেলা থেকেই নানা নামী প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। নাচ নিয়েও পড়াশোনা করেছেন অভিনেত্রী।

ক্যাটরিনাকে ভুলে এখন রাশমিকার সাথে রোমান্সে মাতলেন সালমান খান

অপরাজিতা আঢ্য : এই লিস্টের মধ্যে অন্যান্য অভিনেত্রীদের তুলনায় তুলনামূলকভাবে বেশিই বয়স্কা অভিনেত্রী হলেন অপরাজিতা। বাংলা সিরিয়ালের সঙ্গে তার সংযোগ প্রায় ২০ বছরের পুরনো। দূরদর্শনের ধারাবাহিক থেকে শুরু করে হালফিলে স্টার জলসা, জি বাংলায় চুটিয়ে অভিনয় করেছেন অপরাজিতা। এখন তিনি জি বাংলার লক্ষ্মী কাকিমা। ছোট বয়স থেকে অভিনয় করলেও তিনি কিন্তু শত ব্যস্ততার মধ্যেও স্নাতক উত্তীর্ণ হয়েছেন।