বিনোদন ডেস্ক : এবার মোনামী তাঁর লেহঙ্গার ডিজাইন করালেন একেবারে অন্য স্টাইলে। প্রছম দেখায় মনেই হবে না যে তিনি লেহঙ্গা পরেছেন। লাল রঙের খাদি সিল্কের উপর দারুণ আলপনার নকশা
সুন্দর নিখুঁত সাজতে সকলেই চান। শাড়ি, গয়না, মেকআপ, হেয়ার সব ঠিক ঠিক পরিমাণে মিশলে তবেই একটা সুন্দর লুক তৈরি হয়। সব কিছু একসঙ্গে গলিয়ে নিলেই যে দেখতে ভাল লাগে এরকমটা মোটেই নয়। সাজ যত হালকা সাদামাটা হয় ততই যেন বেশি খোলে। কোন পোশাকে আর কোন সাজে নিজেকে মানাবে এই ধারণা সকলের থাকে না।
আর যে জন্যই ডিজাইনার এবং স্টাইলিস্টদের শ্মরণাপন্ন হতে হয়। মনামী ঘোষের বয়স বাড়ে না। আজ থেকে ২০ বছর আগে তিনি যেমন ছিলেন এখনও ঠিক তেমনই আছেন। শরীরের কোথাও অতিরিক্ত মেদ নেই তাঁর। যে কোনও পোশাকেই ভীষণ সুন্দর লাগে মোনামিকে। তা শাড়ি হোক বা ওয়েস্টার্ন। ঠিক যেন বার্বি ডল- এতটাই সুন্দর লাগে মনামীকে।
একজন দক্ষ অভিনেত্রীর পাশাপাশি অসাধারণ নৃত্যশিল্পী মনামী। লকডাউনে নিজের ইউটিউবে প্রচুর নাচের ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। সেই প্রতিচি নাচই তাঁর কোরিওগ্রাফ করা। এমনকী মেকআপ, সেট সবই তিনি তৈরি করতেন বাড়িতেই।
বর্তমানে সিনেমায় কাজ করার পাশাপাশি মনামীকে দেখা যাচ্ছে একটি রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকাতে। আর সেই শোয়ে রোজ নানা রকম পোশাক পরেন মনামী। সেই প্রতিটি পোশাক তিনি নির্বাচন করেন তাঁর টিমের সঙ্গে বসে।
কিছুদিন আগে তাঁর রিয়্যালিটি শোয়ের জন্যই বিশেষ একটি লেহঙ্গা বানিয়েছেন তিনি। এই স্পেশ্যাল লেহঙ্গাটি মনামী বানিয়েছেন তাঁর শোয়ের জন্য। লেহঙ্গা মানেই ভারী কাজ, জরি, চুমকি- মোটকথা একটা রাজঘরানা ধরা থাকে প্রতিটি লেহঙ্গাতে।
সেই সঙ্গে লেহঙ্গা মাত্রই বেশ ভারী হয়। এবার মোনামী তাঁর লেহঙ্গার ডিজাইন করালেন একেবারে অন্য স্টাইলে। প্রছম দেখায় মনেই হবে না যে তিনি লেহঙ্গা পরেছেন। লাল রঙের খাদি সিল্কের উপর দারুণ আলপনার নকশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।