বিনোদন ডেস্ক : বাংলা ভাষা বাঙালিদের কাছে বড়ই প্রিয়। বাংলা ভাষায় তৈরি সিরিয়াল কার্যত দর্শকদের মনের মধ্যে বড় জায়গা জুড়ে রয়েছে। তবে এই সিরিয়ালে নায়ক-নায়িকা হিসেবে যারা অভিনয় করছেন তারা কি আদেও বাঙালি? তারকাদের ভিড়ে কিন্তু এমন ৭ জন রয়েছেন যাদের পরিচয় জানলে অবাক হবেন। আজ এই প্রতিবেদনে রইল তাদের আসল পরিচয়।
হানি বাফনা : উষসী রায়ের বিপরীতে ‘বকুল কথা’ ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন হানি। এরপর শোলাঙ্কি রায়ের বিপরীতে ছিলেন ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকে। শেষবার তাকে আনমেরিটোম এর বিপরীতে ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তার কথাবার্তা শুনলে তাকে বাঙালি বলে মনে হলেও আদতে তিনি মাড়ওয়ারি জৈন পরিবারের সন্তান।
অ্যানমেরি টম : বাংলা সিরিয়ালের অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল হানি বাফনার বিপরীতে ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকের হাত ধরে। ধারাবাহিকের নায়িকাও বাঙালি ছিলেন না। জন্ম কেরালায় এবং তিনি মালিয়ালি বংশের মেয়ে। তবে অভিনেত্রীর মা বাঙালি। ছোট থেকেই অ্যানমেরি ব্যারাকপুরে তার মামার বাড়িতে থেকে মানুষ হয়েছেন।
ক্রুশল আহুজা : জি বাংলা ‘রানু পেল লটারি’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের দুনিয়াতে পা রেখেছিলেন ক্রুশল। তারপর তিনি একই চ্যানেলে ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে স্বস্তিকা ঘোষের বিপরীতে অভিনয় করেন। এরপর হিন্দি সিরিয়াল ‘রিস্তো কা মাঞ্ঝা’তেও তিনি অভিনয় করেছেন। তাদের আসল বাড়ি ভারতবর্ষের উত্তরপ্রদেশে। তার বাবা ছিলেন ডাক্তার এবং তিনি কলকাতায় থাকতে শুরু করেন। সেই সুবাদে ক্রুশল কলকাতাতেই বেড়ে উঠেছেন।
নেহা আমনদীপ : জি বাংলার ‘স্ত্রী’ ধারাবাহিকে প্রথম নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর তিনি সান বাংলা ‘কনে বউ’ ধারাবাহিকে একটি চরিত্রে অভিনয় করেন। তবে এখন আর তাকে অভিনয় করতে দেখা যায় না। নেহাও বাঙালি নন, তিনি পাঞ্জাবী পরিবারের মেয়ে।
ঋষি কৌশিক : ‘ইষ্টিকুটুম’, ‘এখানে আকাশ নীল’, ‘কুসুম দোলা’ ধারাবাহিকের পর ঋষি কৌশিক এখন কালার্স বাংলাতে ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে অভিনয় করছেন। আসামের তেজপুরে একটি অবাঙালি পরিবারে তার জন্ম হয়। এখন অভিনয়ের সুবাদে তিনি কলকাতাতে রয়েছেন এবং বাংলা সিরিয়ালে অভিনয় করছেন। এছাড়া হিন্দিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।
শ্যামৌপ্তি মুদলি : বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী ‘দাসী’, ‘বাজলো তোমার আলোর বেনু’, ‘ধ্রুবতারা’ ধারাবাহিকের পর এখন ‘গুড্ডি’ ধারাবাহিকে অভিনয় করছেন। তার পদবী শুনে অনেকেই মনে করেন তিনি হয়তো বাঙালি নন। তবে এটা সত্যি নয়। শ্যামৌপ্তি মনেপ্রাণে বাঙালি এবং তিনি বাঙালি পরিবারেরই মেয়ে।
অভিষেক বীর শর্মা : ‘সরস্বতীর প্রেম’, ‘মৌয়ের বাড়ি’ ধারাবাহিক খ্যাত এই অভিনেতা বাংলা সিরিয়ালে অভিনয় করলেও তিনি কিন্তু বাঙালি নন। তার জন্ম হয়েছিল বিহারের পাটনাতে। এখন কলকাতা থেকে বাংলা সিরিয়ালেই অভিনয় করছেন তিনিও।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel