ব্যর্থ হয়েও নিজের জয়গান শোনালেন কঙ্গনা

ধাকড়

বিনোদন ডেস্ক : বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত অভিনীত ‘ধাকড়’ সিনেমাটি গত ২০ মে মুক্তি পেয়েছে। রাজনেশ ঘাই পরিচালিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৮০-৯০ কোটি রুপি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এটি। অবস্থা এতটাই শোচনীয় যে, মুক্তির অষ্টমদিনে সারা ভারতে আয় করেছিল মাত্র ৪ হাজার ৪২০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৯৫ টাকা)। এখন পর্যন্ত সিনেমাটি ৩ কোটি ৭৭ লাখ রুপি আয় করেছে।

ধাকড়

‘ধাকড়’ সিনেমা ব্যর্থ হওয়ার পর বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন কঙ্গনা। অবশেষে ব্যর্থতা নিয়ে নিজের ভাবনার কথা জানালেন। সোমবার (৬ জুন) ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যর্থতার চেয়ে নিজের জয়গানই বেশি গেয়েছেন এই অভিনেত্রী।

কঙ্গনা রাণৌত বলেন—‘‘২০১৯ সালে ‘মণিকর্নিকা’ সিনেমা ১৬০ কোটির ক্লাবে নাম লিখিয়েছিল। ২০২০ সাল কিন্তু কোভিডের বছর ছিল। ২০২১ সালে মুক্তি পায় জয় ললিতার জীবনী ‘থালাইভি’। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ফিল্ম এটি। যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় এবং ব্যবসায়ীকভাবে সফল হয়।’’

পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরার প্রথম পোস্ট ভাইরাল

ভারতীয় বক্স অফিসের রানি কঙ্গনা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি অনেক নেতিবাচকতা দেখছি কিন্তু ২০২০ সাল হলো ব্লকবাস্টার-লকআপ হোস্টিংয়ের বছর। এটা এখনো শেষ হয়নি, এটা নিয়ে আমার অনেক আশা আছে। সুপারস্টার কঙ্গনা রাণৌত বক্স অফিস কুইন অব ইন্ডিয়া।’

‘ধাকড়’ সিনেমায় কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন—অর্জুন রামপাল, দিব্য দত্ত, শরিব হাশমি প্রমুখ।