বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অক্টোবরেই ভারতে 5G পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। আর এই কারণেই নতুন ফোন কেনার আগে সবাই 5G সাপোর্টের দিকে বিশেষ নজর দিচ্ছেন। পুজোর আগে অনেকেই নতুন ফোন কেনেন।
এই বছর পুজোয় 5G ফোনের বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। এই প্রতিবেদনে এমন কয়েকটি ফোন দেখে নেব যে ফোনগুলিতে 5G সাপোর্টের সঙ্গেই রয়েছে 64 MP ক্যামেরা ও 6 GB RAM। এছাড়াও এই ফোনগুলিতে পাবেন 5,000 mAh ব্যাটারি। এই সবের জন্য 20,000 টাকার কম খরচ করতে হবে। তালিকায় রয়েছে OnePlus, Redmi, Realme, Samsung -এর মতো ব্র্যান্ডেড ফোনের নাম।
Poco X4 Pro 5G : Poco X4 Pro 5G-তে রয়েছে 6.67 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে পাবেন 120 Hz রিফ্রেশ রেট। সঙ্গে 360 Hz টাচ স্যামপ্লিং রেট পাওয়া যাবে। ফোনের পিছনে রয়েছে 3টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় পাবেন 64 MP সেন্সর। সঙ্গে রয়েছে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা। এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে 67 W ফাস্ট চার্জ সাপোর্ট পাবেন। এই ফোনে রয়েছে Snapdragon 695 চিপসেট। 6 nm প্রসেসে এই চিপসেটের প্রসেসর ডিজাইন করা হয়েছে।
ভারতীয় মূল্য : ১৮,৯৯৯/- টাকা, বাংলাদেশী মূল্য : ২২,৪৮৯/- টাকা।
Realme 9 Pro : 5G সাপোর্ট সহ এই ফোনে Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Realme UI 3.0 স্কিন। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে। এই ফোনে শক্তি জোগাবে MediaTek Dimensity 920 চিপসেট। এই চিপসেটে 5G কানেক্টিভিটি থাকছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50 MP সেন্সর। সঙ্গে রয়েছে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো লেন্স। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 MP সেন্সর। থাকছে 5,000 mAh ব্যাটারি।
ভারতীয় মূল্য : ১৮,৭০০/- টাকা, বাংলাদেশী মূল্য : ২২,১৩৫/- টাকা।
Samsung Galaxy M52 5G : Samsung Galaxy M52 5G -তে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট থাকবে। ফোনের ভিতরে রয়েছে শক্তিশালী Snapdragon 778G চিপসেট। ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 MP সেন্সর। সঙ্গে রয়েছে 12 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 5 MP ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য 32 MP ক্যামেরা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। 5,000 mAh ব্যাটারির সঙ্গে থাকছে 25 W ফাস্ট চার্জিং।
ভারতীয় মূল্য : ১৯,৯৯৯/- টাকা, বাংলাদেশী মূল্য : ২৩,৬৭৩/- টাকা।
OnePlus Nord CE 2 Lite 5G : OnePlus Nord CE 2 Lite 5G -তে রয়েছে 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লেতে পাবেন 120 Hz ডিসপ্লে। সঙ্গে পাবেন 240 Hz টাচ স্যাম্পলিং রেট। এই ফোনেও থাকছে Snapdragon 695 চিপসেট। ট্রিপল ক্যামেরায় থাকছে 64 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে 2 MP ডেপ্ত সেন্সর ও আরও একটি 2 MP ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য রয়েছে 16 MP সেন্সর। 5,000 mAh ব্যাটারির সঙ্গেই এই ফোনে পাবেন 33 W ফাস্ট চার্জ সাপোর্ট।
ভারতীয় মূল্য : ১৮,৯৯৯/- টাকা, বাংলাদেশী মূল্য : ২২,৪৮৯/- টাকা।
Redmi Note 11 Pro Plus 5G : Redmi Note 11 Pro plus 5G তে পাবেন 6.67 ইঞ্চি FHD AMOLED ডিসপ্লে। থাকছে 120 Hz রিফ্রেশ রেট ও 360 Hz টাচ স্যামপ্লিং রেট। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় 108 MP প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে 8 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা পাবেন। থাকছে Snapdragon 695 চিপসেট। এই ফোনেও 5,000 mAh ব্যাটারি থাকবে। সঙ্গে থাকছে 67 W ফাস্ট চার্জিং।
ভারতীয় মূল্য : ২০,৯৯৯/- টাকা, বাংলাদেশী মূল্য : ২৪৮৫৭/- টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।